MS Dhoni: দল নির্বাচনে ধোনির প্রভাব? মাহির পরামর্শেই WTC ফাইনালে রাহানে!
India Squad For WTC Final 2023 : দীর্ঘ ১৫ মাসের বেশি সময় বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে অজিঙ্ক রাহানের। তাঁর কামব্যাকের পিছনে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রভাব রয়েছে বলে গুঞ্জন।
কলকাতা: দীর্ঘদিন বাদে জাতীয় দলে কামব্যাক হয়েছে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)। তাও আবার সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টিমে (WTC Final)। ১৭ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন রাহানে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা। চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত ফর্মে থাকা রাহানের এই কামব্যাকে অবশ্য দু’ভাগ হয়ে গিয়েছে সমর্থকরা। একদল মুম্বই ব্যাটারের অন্তর্ভুক্তিতে বেজায় খুশি। অন্যপক্ষ বলছেন, সরফরাজ খানদের মতো ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা ক্রিকেটারদের কথা ভেবে দেখেননি নির্বাচকরা। আইপিএলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে রাহানেকে সুযোগ দেওয়া হয়েছে। চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রাহানে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রাহানের আগ্রাসী ব্যাটিংয়ের পিছনে যেমন ধোনির অবদান রয়েছে তেমনই জাতীয় দলে তাঁর কামব্যাকেও প্রভাব রয়েছে ধোনির। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফির গত মরসুমে ৭ ম্যাচে ৬৩৪ রান করেছিলেন রাহানে। সেই ফর্ম বজায় রেখেছেন আইপিএলেও। ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ৫ ম্যাচে এখনও পর্যন্ত তাঁর রান সংখ্যা ২০৯। রয়েছে দুটো অর্ধশতরান। ৩৪ বছরের ক্রিকেটারকে বেশ কয়েকদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বেছে নেয় বিসিসিআইয়ের নির্বাচকরা। আইপিএলের সাফল্যের পিছনে দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অবদান জানাতে কার্পণ্য করেননি রাহানে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউটিসি ফাইনালের জন্য দল ঘোষণার আগে রাহানে সম্পর্কে ধোনির পরামর্শ চাওয়া হয়ে বোর্ডের তরফে। রাহানের ফর্ম সম্পর্কে জানতে চাওয়া হয়। দেশের প্রাক্তন অধিনায়কের গ্রিন সিগন্যাল পাওয়ায় বোর্ডের নির্বাচন কমিটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিমে অন্তর্ভুক্ত করে রাহানেকে।
শেষবার রাহানে জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজে খেলেছিলেন ২০২২ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খারাপ পারফরম্যান্সের পর সহ-অধিনায়কের জায়গা খুইয়েছিলেন। এরপর ২০২২ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু-ম্য়াচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন। গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফরেও সুযোগ পাননি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলেন। আইপিএলেও বিধ্বংসী ফর্মে।