AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: পরোয়া করি না, চরম বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের ব্যাটার!

India vs Pakistan, Asia Cup 2025: তার আগে হাফসেঞ্চুরির সেলিব্রেশনের জন্য যা করেছেন, তা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। সেলিব্রেশন নিয়ে কোনও আক্ষেপ অবশ্য নেই। বরং 'পরোয়া করি না' বলে দিয়েছেন ২৯ বছরের পাক ক্রিকেটার।

IND vs PAK: পরোয়া করি না, চরম বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের ব্যাটার!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 22, 2025 | 4:54 PM
Share

কলকাতা: হ্যান্ডশেক বিতর্ক আর নতুন করে হয়নি। কারণ, কেউই ম্যাচের আগে কিংবা পরে হাত মেলানোর চেষ্টাও করেননি। কিন্তু বিতর্ক কম নেই ভারত-পাকিস্তানের সুপার ফোর ম্যাচে। বিশেষ করে বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। পাক ওপেনারের হাফসেঞ্চুরির সৌজন্যে ১৭১ রান তোলে দল। ৪৫ বলে ৫৮ করে শিবম দুবের বলে আউট হন। কিন্তু তার আগে হাফসেঞ্চুরির সেলিব্রেশনের জন্য যা করেছেন, তা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। সেলিব্রেশন নিয়ে কোনও আক্ষেপ অবশ্য নেই। বরং ‘পরোয়া করি না’ বলে দিয়েছেন ২৯ বছরের পাক ক্রিকেটার।

হাফসেঞ্চুরির পর ব্যাটকে একে৪৭-এর মতো করে সেলিব্রেট করেছেন ফারহান। একে দুই দেশের পারস্পরিক সম্পর্ক তলানিতে। পহেলগাও হামলার পর কার্যত যুদ্ধও বেধে গিয়েছিল। তার মধ্যে ফারহানের ওই সেলিব্রেশন যথেষ্ট উস্কানিমূলক বলে মনে করছেন অনেকে। ফারহানের মনে হচ্ছে না। বরং যা করেছেন, বেশ করেছেন, এমনই মনে করছেন পাক ক্রিকেটার। তাঁর কথায়, ‘ছয় নিয়ে যদি কথা বলেন, ভবিষ্যতেও দেখা যাবে। আর ওই সেলিব্রেশনটা ওই মুহূর্তেই এসেছিল। হাফসেঞ্চুরির পর সেলিব্রেশন খুব একটা করি না। কিন্তু এটা হঠাৎই মাথায় এসেছিল। জানি না লোকে কীভাবে নেবে ব্যাপারটা। তবে পরোয়া করি না। ভারত বা যে দলই হোক না, আগ্রাসী ক্রিকেটটাই খেলতে হয়।’

ভারতের কাছে হারের পর সামনে শ্রীলঙ্কা। ফাইনালে উঠতে গেলে পরের ম্যাচগুলো জিততে হবে। সে দিকেই ফোকাস করছে পাকিস্তান। ফারহান বলেছেন, ‘গত কয়েকটা ম্য়াচে আমরা পাওয়ার প্লে ব্যবহার করতে পারিনি। শুরুর দিকেই উইকেট হারিয়েছি আমরা। পাওয়ার প্লে ব্যবহার করার পাশাপাশি উইকেটও ধরে রাখতে হয়।’