Dhawal Kulkarni: বিদায়ী ম্যাচে উজ্জ্বল ধবল, রাহানে-শ্রেয়সরা দিলেন গার্ড অব অনার
Ranji Trophy Final 2024: আজ, সোমবার রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিন। প্রথম দিনের শেষে বিদর্ভ তুলেছিল ৩ উইকেট হারিয়ে ৩১ রান। রবিবার বিদর্ভর বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন ধবল। আজ নেন আরও একটি। ধবলের ৩ উইকেট, শামস মুলানি ও তনুষ কোটিয়ানরা ৩টি করে উইকেট নেন। শার্দূল ঠাকুর নেন একটি। মুম্বইয়ের দাপুটে বোলিংয়ের সুবাদে ১০৫ রানে শেষ হয় বিদর্ভর প্রথম ইনিংস।
কলকাতা: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে অজিঙ্ক রাহানের মুম্বই ও অক্ষয় ওয়াদকরের বিদর্ভের রঞ্জি ফাইনাল (Ranji Trophy)। এই ম্যাচ মুম্বইয়ের ডান হাতি পেসার ধবল কুলকার্নির (Dhawal Kulkarni) জন্য বিশেষ। কারণ তিনি প্রথম শ্রেণির কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। বিদায়ী ম্যাচে সতীর্থরা ধবলকে গার্ড অব অনার দিয়েছেন। বিদর্ভের বিরুদ্ধে বল হাতে ধবল জ্বলেও উঠেছেন। অক্ষয় ওয়াদকরের বিদর্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে ধবল ৩টি উইকেটও নিয়েছেন।
I.C.Y.M.I
The Mumbai team gave a Guard Of Honour on Day 1 to Dhawal Kulkarni, who is playing his final first-class game 👏@dhawal_kulkarni | @IDFCFIRSTBank | #Final | #MUMvVID Follow the match ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/LTCs0142fc
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
আজ, সোমবার রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিন। প্রথম দিনের শেষে বিদর্ভ তুলেছিল ৩ উইকেট হারিয়ে ৩১ রান। রবিবার বিদর্ভর বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন ধবল। আজ নেন আরও একটি। ধবলের ৩ উইকেট, শামস মুলানি ও তনুষ কোটিয়ানরা ৩টি করে উইকেট নেন। শার্দূল ঠাকুর নেন একটি। মুম্বইয়ের দাপুটে বোলিংয়ের সুবাদে ১০৫ রানে শেষ হয় বিদর্ভর প্রথম ইনিংস। যার ফলে ১১৯ রানের লিড নেয় মুম্বই।
Innings Break!
Mumbai have bowled Vidarbha out for 105 in the 1st innings, taking a lead of 119 runs.
3⃣ wickets each for Dhawal Kulkarni, Shams Mulani & Tanush Kotian 1⃣ wicket for Shardul Thakur@IDFCFIRSTBank | #Final | #MUMvVID
Scorecard ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/OeswFfXSoV
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
প্রথম ইনিংসে অজিঙ্ক রাহানের মুম্বই তোলে ২২৪ রান। তার মধ্যে শার্দূল ঠাকুর একাই করেন ৭৫ রান। বিদর্ভর হয়ে মুম্বইয়ের প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন হর্ষ দুবে ও যশ ঠাকুর। ২টি উইকেট উমেশ যাদবের আর একটি উইকেট আদিত্য ঠাকরের। প্রথম ইনিংসে শার্দূল ছাড়া দুই ওপেনার পৃথ্বী শ (৪৬) ও ভূপেন লালওয়ানি (৩৭) অল্প রান পেয়েছিলেন। ক্যাপ্টেন রাহানে, শ্রেয়স আইয়ার, মুশির খানরা রান পাননি। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে মুম্বই কত রানে থামে। এবং ৩৫ এর ধবলের বিদায়ী ম্যাচে বিদর্ভর দ্বিতীয় ইনিংসেও নজর থাকবে। কেরিয়ারের ৯৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন ধবল। এর আগে ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৮১টি উইকেট নিয়েছেন। তাতে রয়েছে ১৫টি ফাইফার। এবং ১৭৯৩ রান করেছেন।