Shubman Gill: পূজারার ডাবল সেঞ্চুরি চাপ বাড়াচ্ছে শুভমন গিলের!
Ranji Trophy 2024, Cheteshwar Pujara: ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনে ব্যাট করে সাফল্য আসেনি। দক্ষিণ আফ্রিকা সফরেও একই পজিশনে ব্যাট করেন শুভমন। সাফল্য আসেনি। সমস্যাটা ব্যাটিং পজিশন কিনা, নিশ্চিত নয়। সাদা বলের ফর্ম্যাটে ওপেনিংই করছেন। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন শুভমন। এরপর থেকে রানের ঘরা চলছে তাঁর ব্যাটে। সেটা নিয়েই প্রশ্ন।
কলকাতা: শুভমন গিলের ওপর কি চাপ বাড়ছে? হঠাৎ এমন মনে হওয়া নয়। বরং, এই প্রশ্নটার ভিত রয়েছে। আইপিএলের গত সংস্করণে অনবদ্য পারফর্ম করেছিলেন শুভমন। দেশের মাটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স আশা জাগানোর মতো নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ। অথচ তার আগে বিধ্বংসী ফর্মে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে তিনে ব্যাট করার ভাবনা হয় শুভমনের। চেতেশ্বর পূজারা বাদ পড়ায় তিন নম্বর খালিই ছিল। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, শুভমন নিজে থেকেই তিনে ব্যাট করতে চেয়েছিলেন। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমনকে নিয়ে যে কারণে প্রশ্ন উঠছে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনে ব্যাট করে সাফল্য আসেনি। দক্ষিণ আফ্রিকা সফরেও একই পজিশনে ব্যাট করেন শুভমন। সাফল্য আসেনি। সমস্যাটা ব্যাটিং পজিশন কিনা, নিশ্চিত নয়। সাদা বলের ফর্ম্যাটে ওপেনিংই করছেন। ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন শুভমন। এরপর থেকে রানের ঘরা চলছে তাঁর ব্যাটে। সেটা নিয়েই প্রশ্ন।
টেস্ট ক্রিকেটে একটা সময় তিন নম্বর ছিল রাহুল দ্রাবিড়ের। তাঁর জায়গা নেওয়া কার্যত অসম্ভব। তবে দীর্ঘ সময় ধরে টেস্টে ভারতের তিন নম্বর জায়গা আগলে রেখেছিলেন চেতেশ্বর পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ পড়েন। একশোর বেশি টেস্ট খেলা পূজারার ডিফেন্স কতটা মজবুত ছিল, অজি পেসারদের চেয়ে বোধ আর কেউ ভালো বলতে পারবেন না। ২০১৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়ে ভারত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চেতেশ্বর পূজারার।
শুধু সেবারই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দু-বার টেস্ট সিরিজ জেতে ভারত। গত সিরিজেও ভারতের জয়ে অনন্য ভূমিকা নিয়েছিলেন পূজারা। প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের বিধ্বংসী বোলিংয়ে হাতে, হেলমেটে এবং শরীরে কতবার আঘাত পেয়েছেন, তা যেন হিসেবের বাইরে। তাঁর ডিফেন্স নিয়ে এ কারণেই এত আলোচনা। যার কিছুটা অংশও শুভমন গিলের মধ্যে দেখা যাচ্ছে না। আর সেটাই অস্বস্তি তৈরি করছে ভারতীয় শিবিরে। ওপেনিং জুটি দ্রুত ভাঙলে তিন নম্বরকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
রঞ্জি ট্রফির নতুন মরসুম শুরু হয়েছে। জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি চেতেশ্বর পূজারা। প্রথম ম্যাচেই ২৪৩ রানের অনবদ্য ইনিংস পূজারার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ২৫ জানুয়ারি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। সে কারণেই গুরুত্ব আরও বেশি। পূজারা যদি এমন আরও দু-এতটা ইনিংস খেলে দেন? নির্বাচকরা হয়তো তিন নম্বর নিয়ে ভাবতে বাধ্য হবেন। পূজারা ফিরবেন কিনা নিশ্চিত নয়, তবে চাপ বাড়ছে কিন্তু শুভমনের ওপর। সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটারও উঠে আসছেন। তাঁর ডিফেন্স খুবই মজবুত।