Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam : একলা সফরে মোবাইল থেকে মুক্তি, বই হাতে পাক অধিনায়ক, ধোনি মডেল ফলো করছেন কেন?

MS Dhoni : সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা যায় না তাঁকে। অবসর কাটে বই হাতে। এই ধোনিকে অনুসরণ করেন সবাই। ভারতের প্রাক্তন অধিনায়ক যে ওয়াঘার ওপারেও অত্যন্ত পছন্দের ক্রিকেটার, তাঁর ফলোয়ার প্রচুর, তাও এসে গেল প্রকাশ্যে। পাকিস্তানের (Pakistan) কোন ক্রিকেটার তাঁকে ফলো করছেন অন্ধের মতো?

Babar Azam : একলা সফরে মোবাইল থেকে মুক্তি, বই হাতে পাক অধিনায়ক, ধোনি মডেল ফলো করছেন কেন?
একলা সফরে মোবাইল থেকে মুক্তি, বই হাতে পাক অধিনায়ক, ধোনি মডেল ফলো করছেন কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 1:36 PM

কলকাতা: খেলার সময়টুকুই যা বিনোদন। বাকি সময় তিনি ডুবে থাকেন নিজের জীবনে। আর সেই জীবন বরাবরের মতো নিয়মে মোড়া, শৃঙ্খলায় ঘেরা। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এমনই। আইপিএলের (IPL) সময় এমএসডি ছিলেন ক্রিকেট মহলের সবচেয়ে আলোচিত নাম, চর্চিত চরিত্র। মাঠ হোক আর মাঠের বাইরে, যেখানে গিয়েছেন, ক্যামেরা ফলো করেছে তাঁকে। ঘিরে রেখেছেন ভক্তরা। তিনিও নিরাশ করেননি। মাঠ মাতিয়েছেন, গ্যালারি মাতিয়েছেন। হাঁটুর চোট সত্ত্বেও খেলেছেন প্রতিটা ম্যাচ। ধোনি তাঁর দৃঢ় চরিত্রের কারণেই ক্রিকেট সমর্থকদের হৃদয়ে চিরকালীন জায়গা করে নিয়েছেন। মোবাইলের সঙ্গে যোগাযোগ রাখেন না ব্যক্তিগত জীবনে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা যায় না তাঁকে। অবসর কাটে বই হাতে। এই ধোনিকে অনুসরণ করেন সবাই। ভারতের প্রাক্তন অধিনায়ক যে ওয়াঘার ওপারেও অত্যন্ত পছন্দের ক্রিকেটার, তাঁর ফলোয়ার প্রচুর, তাও এসে গেল প্রকাশ্যে। পাকিস্তানের (Pakistan) কোন ক্রিকেটার তাঁকে ফলো করছেন অন্ধের মতো? বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধোনি মডেল ফলো করছেন যিনি, তিনি আর কেউ নন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অনেক দিন পর পাক ক্রিকেট এক দীর্ঘস্থায়ী নেতার অধীনে পথ চলছে। প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময় তিনি নেতৃত্ব দিচ্ছেন জাতীয় টিমের। যদিও বিতর্কে কম পড়তে হয় তাঁকে। কিন্তু নেতৃত্ব সামলানোর জন্য় তাঁর থেকে নিরাপদ হাত এই মুহূর্তে নেই পাক ক্রিকেটে। দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান টিম চমৎকার খেলেছে। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান টিম সোনার ফসল ফলাতে চাইছে। তা কী সম্ভব? বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে নিজেকে ধোনির মতো নেতা করে তুলতে চাইছেন বাবর আজম। সেই কারণেই মাঠের বাইরে ধোনির মতোই বই হাতে কাটছে তাঁর সময়। বই মানুষকে ভাবতে শেখায়, নতুন কিছু করতে শেখায়। ধোনি দেখিয়েছেন দিনের পর দিন। হালফিলের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা হল, মোবাইল আসক্তি। সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছেন পাক নেতা।

View this post on Instagram

A post shared by Babar Azam (@babarazam)

সম্প্রতি ধোনির একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি গীতা পড়ছেন। মোবাইল স্ক্রিনে আটকে থাকা দুনিয়া এখন বই পড়তে হলেও পিডিএফে চোখ রাখে। সেখানে ধোনি ব্যতিক্রম। বাবরও সেই পথে হাঁটছেন। যে ছবি পোস্ট করেছেন পাক অধিনায়ক, তাতে দেখা যাচ্ছে, বিমানযাত্রার সময় তিনি একটি বইয়ে ডুবে রয়েছেন। ক্যাপশনও দিয়েছেন, গল্পের সঙ্গে পথচলা। এই ছবি ভাইরাল হয়েছে। যদিও এ নিয়ে কম কথা শুনতে হচ্ছে না তাঁকে।