ফসকালেন ২টি ক্যাচ, ট্রোলিংয়ে ফের ট্রেন্ডিং পন্থ

সিডনি টেস্টের প্রথম দিন দু-দুটো ক্যাচ ফসকালেন ঋষভ পন্থ।  অশ্বিনের বলে পুকোভস্কির যে ক্যাচটা মিস করলেন, ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, সদ্য ক্রিকেট পাঠ নেওয়া শিক্ষার্থীরাও এই ভুল করবেন না। দুবারই ক্যাচ ফসকালেন পুকোভস্কির ।

ফসকালেন ২টি ক্যাচ, ট্রোলিংয়ে ফের ট্রেন্ডিং পন্থ
জোড়া ক্যাচ মিস করে সমালোচনার মুখে ঋষভ
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 4:45 PM

সিডনিঃ রোহিত-গিলকে নিয়ে ওপেনিং স্লট সাজিয়ে আপাতত কিছুটা স্বস্তি রাহানে (Ajinkya Rahane)  ব্রিগেডের। কিন্তু উইকেটকিপিং? খচখচানি তো রয়েই যাচ্ছে। ব্যাটিং মন্দ। এই অভিযোগে অ্যাডিলেড টেস্টের পর ঋদ্ধিমান সাহা প্রথম একাদশে ঠাঁই পাননি। কিন্তু তাঁর জায়গায় ঋষভ পন্থের (Risabh Pant)  উইকেটকিপিং দেখে তো আঁতকে উঠছেন ক্রিকেটপ্রেমীরা।

সিডনি টেস্টের প্রথম দিন দু-দুটো ক্যাচ ফসকালেন ঋষভ পন্থ।  অশ্বিনের বলে পুকোভস্কির যে ক্যাচটা মিস করলেন, ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, সদ্য ক্রিকেট পাঠ নেওয়া শিক্ষার্থীরাও এই ভুল করবেন না। দুবারই ক্যাচ ফসকালেন পুকোভস্কির ( Will Pucovski )।ঋষভ পন্থের উইকেটকিপিং সিডনির (Sydney) টেস্টের প্রথম দিন থেকেই প্রশ্নের মুখে। আর ঋষভের এই সহজ ক্যাচ শিশুসুলভ ভাবে মিস করা দেখে বিরক্ত নেটিজেনদের দাবি,  ঋদ্ধিমানকে (Wriddhiman Saha) ফেরাও।

আর ভারতীয় ক্রিকেট ভক্তদের এই দাবি ওঠার পর ভারতীয় থিঙ্কট্যাঙ্কের ওপর চাপ বাড়ছে হঠাৎ করে। কেন? কারন এখন শাঁখের করাতের মত অবস্থা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে ঋষভকে খেলানোর যুক্তি, দিল্লির এই উইকেটকিপারের ব্যাটিং ভাল। তবে ঋদ্ধি ভক্তদের যুক্তি, ব্যাটিং ভাল দিয়ে কি হবে, আসল কাজ উইকেটকিপিংয়েই যখন হাবুডুবু খাচ্ছেন ঋষভ!

সিডনির প্রথম দিনের পর  ‘শ্যাম রাখি না কুল’ অবস্থা ভারতীয় দলের। ব্যাটিংয়ে জোর দিতে সমস্যা হচ্ছে উইকেটকিপিংয়ে। আর উইকেটকিপিং জোরদার করতে গিয়ে ব্যাটিংয়ে চাপ বাড়ছে। তবে এই যুক্তি মানতে রাজি নন ঋদ্ধি ভক্তরা। টেস্টে ৩টি সেঞ্চুরি রয়েছে ঋদ্ধিমানের। ২টি ঋষভ পন্থের। আর অ্যাডিলেডে ব্যাটিং ব্যর্থতার যুক্তি দিয়ে যদি ঋদ্ধিকে বাদ দেওয়া হয়, তবে তো গোটা ব্যাটিং অর্ডারই সেদিন তাসের ঘরের মত ভেঙে পড়েছিল!

যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম সোশ্যাল মিডিয়া। বৃষ্টি বিঘ্নিত সিডনির প্রথম দিনে যা সব থেকে বেশি উজ্জ্বল ক্রিকেটমহলে।