সিডনি টেস্টে পোলোসাকের ঐতিহাসিক মুহূর্ত

১৪৪ বছরের ইতিহাসে প্রথমবার। পুরুষদের টেস্টে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে একজন মহিলা। ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)। ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টে নজির গড়লেন পোলসাক। ৩২ বছরের ক্লেয়ার পালন করছেন ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব।

| Updated on: Jan 07, 2021 | 4:41 PM
সিডনি টেস্টে ঐতিহাসিক মুহূর্ত, পুরুষদের টেস্ট ক্রিকেটে মহিলা আম্পায়ার।

সিডনি টেস্টে ঐতিহাসিক মুহূর্ত, পুরুষদের টেস্ট ক্রিকেটে মহিলা আম্পায়ার।

1 / 5
৩২ বছরের পোলোসাক ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন সিডনিতে।

৩২ বছরের পোলোসাক ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন সিডনিতে।

2 / 5
২০১৫ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে পোলোসাকের আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু।

২০১৫ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে পোলোসাকের আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু।

3 / 5
প্রথম মহিলা হিসেবে, পুরুষদের একদিনের ম্যাচেও আম্পায়ার হিসেবে পাওয়া গিয়েছিল পোলোসাককে। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

প্রথম মহিলা হিসেবে, পুরুষদের একদিনের ম্যাচেও আম্পায়ার হিসেবে পাওয়া গিয়েছিল পোলোসাককে। (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার)

4 / 5
পিচ তৈরি, সরঞ্জাম পরিবর্তন এবং অনফিল্ড আম্পায়ারকে সাহায্য করা একজন ফোর্থ আম্পায়ারের দায়িত্ব। (ছবি-উইসডেন টুইটার)

পিচ তৈরি, সরঞ্জাম পরিবর্তন এবং অনফিল্ড আম্পায়ারকে সাহায্য করা একজন ফোর্থ আম্পায়ারের দায়িত্ব। (ছবি-উইসডেন টুইটার)

5 / 5
Follow Us: