অস্ট্রেলিয়াকে চাপে রাখতে ৩৫০ চাইছেন পূজারা

প্রথম দিনের ব্যাটিংযে পাস মার্ক পেলেও, কাজ এখনও অনেকটাই বাকি। মনে করেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে ৩৫০ চাইছেন পূজারা
পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রান পূজারার। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 17, 2020 | 7:52 PM

TV9 বাংলা ডিজিটাল- ১৪৮ বল খেলার পর প্রথম চার মেরেছেন তিনি। গত দশ বছরে তিনিই প্রথম ব্যাটসম্যান, যিনি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেললেন সবচেয়ে বেশি বল। ১৬ ম্যাচে ২৮ ইনিংস খেলে ১৫৮৯ রান করতে নিয়েছেন ৩৬০৯ বল। অ্যাডিলেডে ১৬০ বলে শেষ পর্যন্ত ৪৩ করে ফিরেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সেই তিনিই মনে করছেন, ৩৫০ যদি প্রথম ইনিংসে করতে পারে ভারত, তা হলে অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারবেন তাঁরা।

পূজারার কথায়, ‘বিদেশের মাটিতে প্রথম ইনিংসে কোনও ভাবেই ২০০-র কমে টার্গেট হতে পারে না। কারণ, প্রথম দুটো সেশনে বোলাররা অনেক বেশি ফ্রেশ থাকে। আমার মনে হয়, ৩৫০ (350) টার্গেট রাখতে পারলে ভালো হয়।’

আরও পড়ুন – বিরাটের রান আউটটা টার্নিং পয়েন্ট: লিয়ঁ

পূজারার নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘প্রথম দুটো সেশনে আমরা ভালো জায়গায় ছিলাম। তখন বল সুইং করছিল। ওই সময় কোনও ভাবে উইকেট হারাতে চাইনি। ওই স্ট্র্যাটেজি নিয়ে কোনও আক্ষেপ নেই আমার। শট খেলতে গিয়ে বেশি উইকেট হারানোর কোনও মানে হয় না। এটাও মনে রাখতে হবে, টেস্ট ক্রিকেটে কিন্তু ধৈর্য রাখতে হয়। উইকেট ফ্ল্যাট হলে শট খেলতে সুবিধা হয়।’ পূজারা অবশ্য মেনে নিচ্ছেন, দিনের শেষ সেশনে বিরাট আর রাহানের উইকেট তুলে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া। ‘ওই দুটো উইকেট নিশ্চিত ভাবেই ওদের অ্যাডভান্টেজ দিয়েছে।’