টিমকে চাপে রাখতে চান না রাহানে

অস্ট্রেলিয়া ছাড়ার আগে বিরাট কোহলি বলে গিয়েছেন, ভারত যেন ভয়ডরহীন ক্রিকেটই খেলে। বিরাট বলেছিল, সবাই যেন একসঙ্গে খেলি। বলছেন রাহানে।

টিমকে চাপে রাখতে চান না রাহানে
কোচের সঙ্গে আলোচনায় অধিনায়ক। ছবি - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 25, 2020 | 5:39 PM

TV9 বাংলা ডিজিটাল – অস্ট্রেলিয়া নয়, অজিঙ্ক রাহানে তাকাচ্ছেন নিজের টিমের দিকেই। ৩৬ রানের বিপর্যয় ভুলে বক্সিং ডে টেস্টে ভারত যাতে ঘুরে দাঁড়াতে পারে, তাতেই ফোকাস করছেন অন্তবর্তীকালীন ক্যাপ্টেন। অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা যাতে আরও চাপে থাকেন, সেই চেষ্টাই করবেন অজিরা। যা নিয়ে বড়দিনে প্র্যাক্টিসের পর রাহানে বলেছেন, ‘অজিদের পরিকল্পনা বরাবর ভালো। ওরা সেটাই করুক। কিন্তু আমি নিজের টিম নিয়েই ভাবছি। টিম হিসেবে আমরা যাতে সেরাটা দিতে পারি, প্রত্যেকে যাতে নিজেকে মেলে ধরতে পারি, সেটাই একমাত্র লক্ষ্য। সোজা কথা হল, কোনও চাপ নিতে চাই না। আর আমার কথা যদি বলেন, ক্যাপ্টেন হিসেবে বলব, আমি সব সময় টিমেমেটদের পাশে থাকতে চাই। ওদের ভরসা দিতে চাই।’

আরও পড়ুন – বিরাটের কাছে ক্ষমা চান রাহানে

অস্ট্রেলিয়া ছাড়ার আগে বিরাট কোহলি বলে গিয়েছেন, ভারত যেন ভয়ডরহীন ক্রিকেটই খেলে। রাহানে নিজেও বলেছেন, ‘অ্যাডিলেডে টিম ডিনারের সময় বিরাট সবার সঙ্গেই কথা বলেছিল। ও বলেছিল, সবাই যেন একসঙ্গে খেলি। একে অপরের পাশে থাকি। সবচেয়ে বড় কথা, যেন ম্যাচটা উপভোগ করি। মাঠে যেন প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করি।’ অ্যাডিলেডে সকালের একটা ঘণ্টা খারাপ ক্রিকেট খেলার ফলই হল ৩৬ রানের লজ্জা। ‘প্রথম টেস্টের প্রথম দুটো দিন কিন্তু আমরা ভালো ক্রিকেটই খেলেছিলাম। কিন্তু একটা খারাপ ঘণ্টা আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে। তার পর আমরা আলোচনায় বসে ঠিক করেছি, ব্যক্তিগত ভাবে তো বটেই, টিম হিসেবেও আমরা সেরাটাই দেব। যে পরিকল্পনা নিয়ে নামব, সেটাতেই যেন থাকতে পারি।’ ওপেনার হিসেবে মেলবোর্নে অভিষেক হতে চলেছে শুভমন গিলের। তাঁকে এবং মায়াঙ্ক আগরওয়ালকে কোনও রকম চাপ দিতে চান না রাহানে। তাঁর কথায়, ‘শুধু অস্ট্রেলিয়া নয়, সারা বিশ্বে ওপেনারদের ভূমিকাটা অত্যন্ত কঠিন। যে কারণে আমি আমার টিমের ওপেনারদের কোনও রকম চাপে রাখতে চাই না। ওরা স্বাধীন ভাবে নিজেদের খেলাটা খেলুক। যদি ওপেনাররা একটা ভালো পার্টনারশিপ তৈরি করতে পারে, যদি স্কোরবোর্ডে বেশ কিছু রান এনে দিতে পারে, যে আসবে ব্যাট করতে, তার পক্ষে কাজটা সহজ হবে।’

আরও পড়ুন – মেলবোর্নে পরীক্ষার সামনে অজিঙ্কা রাহানে

মহম্মদ সামি চোটের জন্য ছিটকে গিয়েছেন টিম থেকে। তাঁর বদলে মেলবোর্নে অভিষেক হতে চলেছে এক তরুণ হায়দরাবাদি পেসার মহম্মদ সিরাজের। যাকে নিয়ে ক্যাপ্টেন রাহানে উচ্ছ্বসিত, ‘বুমরা, উমেশের পাশে খেলবে সিরাজও। ও-ও যথেষ্ট প্রতিভাবান। আমরা ওদের বোলিং পার্টনারশিপ হিসেবেই দেখছি।’ বিপক্ষের বিরুদ্ধে কী পরিকল্পনা থাকছে? রাহানে মন্তব্য, ‘অস্ট্রেলিয়ার কাউকে নিয়েই আলাদা কোনও পরিকল্পনা থাকছে না। সহজ-সরল ক্রিকেটটাই খেলতে চাইছি। আমরা আসলে পরিটিভ থাকতে চাইছি। একে অপরকে সাহায্য করতে চাইছি, যাতে এক-একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে।’

মেলবোর্নের উইকেট একটু হলেও অন্যরকম মনে হচ্ছে রাহানের। তাঁর কথায়, ‘২০১৮ সালে যেমন উইকেট দেখেছিলাম, তার থেকে এ বার একটু আলাদা মনে হচ্ছে। ২০১৪ সালে যে উইকেটে খেলেছিলাম, বা তার পরেও অন্যান্য টিমগুলো খেলেছে, সেই সময় কিন্তু উইকেট বেশ ভালোই ছিল।’ টিমে দুই স্পিনার রেখে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। তার মানে কী, পিচে টার্ন থাকছে? রাহানে বলেছেন, ‘আগামী কাল কী হবে, জানি না। তবে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই আমাদের আসল কাজ।’