RR vs PBKS : নার্ভাস ছিলেন ধাওয়ান! জয়ের কৃতিত্ব কাকে দিচ্ছেন পঞ্জাব অধিনায়ক?

Rajasthan Royals vs Punjab Kings Post Match Comment : টানা দুই ম্য়াচে জয়। মরসুমের শুরুটা দুর্দান্ত। নিজের স্ট্রাইক রেট নিয়ে যে প্রশ্ন ওঠার কথা ছিল, উত্তরটাও নিজেই দিয়ে দিলেন।

RR vs PBKS : নার্ভাস ছিলেন ধাওয়ান! জয়ের কৃতিত্ব কাকে দিচ্ছেন পঞ্জাব অধিনায়ক?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 5:08 AM

গুয়াহাটি : টানা দ্বিতীয় ম্যাচে জয় পঞ্জাব কিংসের। শিখর ধাওয়ানের নেতৃত্বে এখনও অবধি ধারাবাহিকতা দেখিয়েছে পঞ্জাব। রাজস্থানের বিরুদ্ধে লড়াইটা ক্রমশ কঠিন হচ্ছিল। বোর্ডে ১৯৭ রান শুরুতে অনেকটাই মনে হয়েছিল। তিন উইকেট হারিয়েও অধিনায়ক সঞ্জু স্যামসন এবং মিডল অর্ডারের অনবদ্য লড়াই। শিমরন হেটমায়ার এবং ধ্রুব জুড়েলের বিধ্বংসী জুটি ক্রমশ জয়ের সামনে পৌঁছে দেয় রাজস্থান রয়্যালসকে। চিন্তার মেঘ ধাওয়ানের মুখেও। নাথান এলিসের ৪ উইকেট এবং স্যাম কারানের শেষ ওভার। মাত্র ৫ রানের রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের। ম্য়াচ শেষে পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানও স্বীকার করে নেন, কিছুক্ষণের জন্য পরিস্থিতি কঠিন হচ্ছিল। ম্যাচ শেষে প্রশংসায় ভরিয়ে দিলেন বোলিং আক্রমণকে। বিস্তারিত TV9Bangla-য়।

পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, ‘ম্যাচে বেশ কিছু নার্ভাস মুহূর্ত এসেছে। তবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা চেষ্টা করেছি। বোলারদের ক্ষেত্রেও তাই করেছি। এখানে শিশিরের পরিমাণ অনেক বেশি। তারপরও ওরা অনবদ্য বোলিং করেছে। ওরা খুবই ভালো বল করেছে। বেশ কিছু নিখুঁত ইয়র্কারও দিয়েছে।’ ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা। সে প্রসঙ্গে শিখর ধাওয়ান নিজেই হেসে বলছেন, ‘আমার সুইচ হিট!’ বেশ কয়েক বার সুইচ হিট চেষ্টা করলেও ব্যাটে বলে সংযোগ হচ্ছিল না। এরপর অবশ্য পেসারদের বলেও সুইচ হিট মারেন ধাওয়ান। আরও যোগ করেন, ‘বোর্ডে ১৯৭ রান। বোলাররাও দ্রুত উইকেট তুলতে থাকে। এর পর নাথান এলিস আক্রমণে এসেই উইকেট নেয়। আমরা কখনোই ম্য়াচটা নিয়ন্ত্রণের বাইরে বেরোতে দিইনি। মাঝে কিছু কঠিন মুহূর্ত এসেছে, তবে শেষ মুহূর্তে দলগত জয়।’

টানা দুই ম্য়াচে জয়। মরসুমের শুরুটা দুর্দান্ত। নিজের স্ট্রাইক রেট নিয়ে যে প্রশ্ন ওঠার কথা ছিল, উত্তরটাও নিজেই দিয়ে দিলেন। ধাওয়ানের কথায়, ‘দুই ম্য়াচেই আমাদের শুরুটা দারুণ হয়েছে। আমিও স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরিশ্রম করছি। বোলিংয়ে দ্রুত উইকেট পাওয়ায় ম্য়াচে ফিরতে পেরেছি। এ বছর আমাদের ব্য়াটিং লাইন আপ অনেক বেশি গভীর। সে কারণেই, আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষর ওপর চাপ তৈরি করাটা ধরে রেখেছি। প্রতিপক্ষকে সম্মান দিয়ে, সেই অনুযায়ী ভালো ব্য়াটিং-বোলিংয়ে টেক্কা দিতে হবে।’