Ranji Trophy 2024: ১২তেই বড়দের দলে! এক বিস্ময়বালকের আবির্ভাব রঞ্জি ট্রফিতে!

Vaibhav Suryavanshi: ১৫ বছর ২৩০ দিনে সচিন তেন্ডুলকরের রঞ্জি অভিষেক হয়েছিল। বাকিটা ইতিহাস। তেমন ইতিহাসের সোনালি ঝলক কি দেখা যাবে ১২ বছরের বৈভবে? দাদাদের সঙ্গে কতটা পারফর্ম করবেন বাঁ হাতি খুদে ব্যাটার, তা এখনই জানা না গেলেও চার দেশিয় অনূর্ধ্ব ১৯ সিরিজে ভারতীয় বি টিমের হয়ে খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচে ৭৫ রান করেছেন। আর একটা ম্যাচে করেছিলেন ৪১।

Ranji Trophy 2024: ১২তেই বড়দের দলে! এক বিস্ময়বালকের আবির্ভাব রঞ্জি ট্রফিতে!
১২তেই বড়দের দলে! রঞ্জি ট্রফিতে আবির্ভাব এক বিস্ময়বালকের!Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 1:54 PM

কলকাতা: সবে পা রেখেছেন কৈশোরে। তাতেই কিনা রঞ্জি ক্রিকেটে প্রবেশ। মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিষেক হল বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। দিনক্ষণ ধরলে ১২ বছর ২৮৪ দিন বয়স তাঁর। এমন নয় যে, বৈভবই রঞ্জির সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তাঁর চেয়েও কম বয়সে রঞ্জি খেলার রেকর্ড রয়েছে আরও তিন জনের। তবে বাকিদেরও ওই ১২ বছরের কোঠাতেই অভিষেক হয়েছিল। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি খেলতে নামা বৈভককে নিয়ে কিন্তু আগ্রহের শেষ নেই। মিডিয়াও নজর রেখেছে তাঁর দিকে। পাটনার ছেলের বয়স ১২ হলেও যথেষ্ট প্রতিভাবান। বলা হচ্ছে, অনেক দূর যাবেন তিনি।

১৫ বছর ২৩০ দিনে সচিন তেন্ডুলকরের রঞ্জি অভিষেক হয়েছিল। বাকিটা ইতিহাস। তেমন ইতিহাসের সোনালি ঝলক কি দেখা যাবে ১২ বছরের বৈভবে? দাদাদের সঙ্গে কতটা পারফর্ম করবেন বাঁ হাতি খুদে ব্যাটার, তা এখনই জানা না গেলেও চার দেশিয় অনূর্ধ্ব ১৯ সিরিজে ভারতীয় বি টিমের হয়ে খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচে ৭৫ রান করেছেন। আর একটা ম্যাচে করেছিলেন ৪১। কুচবিহার ট্রফির একটা ম্যাচে আবার ১২৮ বলে ১৫১ করেছেন বৈভব। ২২টা চার ও ৩টে ছয় মেরেছিলেন। ওই ম্যাচেরই দ্বিতীয় ইনিংসে ৭৬ ছিল তাঁর ব্যাটে। বলাই যেতে পারে, দাদাদের ক্রিকেটেও নিজেকে চেনানোর চেষ্টা করবেন বৈভব। মুম্বই প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অলআউট হয়ে গেলে আগামী কাল বৈভবকে খেলতে দেখা যাবে।

১৯৪২-৪৩ মরসুমে সর্বকনিষ্ঠ হিসেবে রঞ্জিতে অভিষেক হয়েছিল আলিমুদ্দিনের। অজমেরের ছেলে রাজপুতানার হয়ে বরোদার বিরুদ্ধে খেলেছিলেন রঞ্জি সেমিফাইনালে। তখন আলিমুদ্দিনের বয়স ছিল ১২ বছর ৭৩ দিন। এসকে বসুর ১২ বছর ৭৬ দিনে। ১৯৫৯-৬০ মরসুমে কিনান স্টেডিয়ামে বিহারের হয়ে আসামের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক হয় তাঁর। তবে রঞ্জিতে দীর্ঘদিন সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড ছিল মহম্মদ রামজানের। ১৯৩৭ সালে ১২ বছর ২৪৭ দিনে নর্দার্ন ইন্ডিয়ার হয়ে ইউনাইটেড প্রভিন্সের হয়ে খেলেছিলেন প্রথম রঞ্জি ম্যাচ। অল্প বয়সেই এমন হইচই ফেলে দেওয়া অভিষেক কিন্তু রঞ্জিতে কম নেই। ১৩ বছরের কোঠায় ৯ জনের রঞ্জি অভিষেক হয়েছে। অল্প বয়সে আবির্ভাবের পাশাপাশি হারিয়ে যাওয়াও কম নেই ভারতীয় ক্রিকেটে। বিহারের ছেলে কি ক্রিকেটে বৈভব আনতে পারবেন?