সাদা ও লাল বলে সব ‘বিশ্বকাপ’ জিতেছেন যাঁরা…

Australia Cricket: এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। ২০ দলের বিশ্বকাপ বেশ জমজমাট হতে চলেছে। গত বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বার দেখার কোন দল এই ট্রফি হাতে তোলে। অস্ট্রেলিয়া যদি এ বারের কুড়ি বিশের বিশ্বকাপ জেতে, তা হলে টানা তিনটি আইসিসি ট্রফি আসবে অজি শিবিরে। আইসিসি ওডিআই বিশ্বকাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছেন এই তালিকায় একাধিক অজি ক্রিকেটার রয়েছেন। তাঁরা কারা জানেন?

| Updated on: Jan 06, 2024 | 8:30 AM
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ রয়েছে। এ বার ২০ দলের বিশ্বকাপ হবে। শেষবারের টি-২০ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কারা? প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া যদি এ বারের টি-২০ বিশ্বকাপ জেতে, তা হলে টানা তিনটি আইসিসি ট্রফি জয়ের নজির গড়বে অজিরা।

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ রয়েছে। এ বার ২০ দলের বিশ্বকাপ হবে। শেষবারের টি-২০ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কারা? প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া যদি এ বারের টি-২০ বিশ্বকাপ জেতে, তা হলে টানা তিনটি আইসিসি ট্রফি জয়ের নজির গড়বে অজিরা।

1 / 8
আইসিসির তিনটি ট্রফিই (ওডিআই বিশ্বকাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) জিতেছেন এমন একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। এই তালিকায় কারা রয়েছেন জানেন?

আইসিসির তিনটি ট্রফিই (ওডিআই বিশ্বকাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) জিতেছেন এমন একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। এই তালিকায় কারা রয়েছেন জানেন?

2 / 8
স্টিভ স্মিথ - অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ২০১৫ এবং ২০২৩ সালে দু'বার ওডিআই বিশ্বকাপ জিতেছেন। তিনি ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। আর গত বছরই তিনি দেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেতাবও জিতেছেন।

স্টিভ স্মিথ - অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ২০১৫ এবং ২০২৩ সালে দু'বার ওডিআই বিশ্বকাপ জিতেছেন। তিনি ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন। আর গত বছরই তিনি দেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেতাবও জিতেছেন।

3 / 8
প্যাট কামিন্স - অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সও রয়েছেন এই তালিকায়। ২০২৩ সালে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তিনি এর আগে ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২১ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

প্যাট কামিন্স - অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সও রয়েছেন এই তালিকায়। ২০২৩ সালে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তিনি এর আগে ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২১ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

4 / 8
ডেভিড ওয়ার্নার - অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ২০২৪ সালের শুরুতেই ওডিআই এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি দেশের জার্সিতে ২০১৫ এবং ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। গত বছর তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অজি দলের সদস্য ছিলেন।

ডেভিড ওয়ার্নার - অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ২০২৪ সালের শুরুতেই ওডিআই এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি দেশের জার্সিতে ২০১৫ এবং ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। গত বছর তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অজি দলের সদস্য ছিলেন।

5 / 8
মিচেল স্টার্ক - অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কেরও দু'বার ওডিআই বিশ্বকাপ (২০১৫ এবং ২০২৩) জয়ের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া মিচেল স্টার্ক ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন।

মিচেল স্টার্ক - অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কেরও দু'বার ওডিআই বিশ্বকাপ (২০১৫ এবং ২০২৩) জয়ের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া মিচেল স্টার্ক ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন।

6 / 8
জশ হ্যাজলউড - ওয়ার্নার, কামিন্স, স্টার্কের মতো অস্ট্রেলিয়ার তারকা বোলার জশ হ্যাজলউডও এই তালিকায় রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২০১৫ ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া ২০২১ সালে টি-২০ বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন জশ হ্যাজলউড।

জশ হ্যাজলউড - ওয়ার্নার, কামিন্স, স্টার্কের মতো অস্ট্রেলিয়ার তারকা বোলার জশ হ্যাজলউডও এই তালিকায় রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২০১৫ ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন। এ ছাড়া ২০২১ সালে টি-২০ বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন জশ হ্যাজলউড।

7 / 8
জশ ইংলিশ - তারকা উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ অস্ট্রেলিয়ার ষষ্ঠ ক্রিকেটার, যিনি আইসিসি ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন। ২০২৩ সালে জশ ইংলিশ ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। এর আগে অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সিতে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন ইংলিশ।

জশ ইংলিশ - তারকা উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ অস্ট্রেলিয়ার ষষ্ঠ ক্রিকেটার, যিনি আইসিসি ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন। ২০২৩ সালে জশ ইংলিশ ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। এর আগে অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সিতে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন ইংলিশ।

8 / 8
Follow Us: