Rishabh Pant on Sourav Ganguly: দাদার মতো নই… সৌরভের শহরে বসে এ কী বললেন পন্থ!
IPL 2025, KKR vs LSG: লখনউ সুপার জায়ান্টসে গেলেও পারফরম্যান্স তেমন নয়। এ বারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু ব্যাটে রান নেই তাঁর। ইডেনে এ সবের জবাব দেবেন হয়তো। কলকাতা থেকেই জিতে যাবেন ম্যাচ। তার আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন লখনউ দলের একাধিক সদস্য।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে খেলেছেন দিল্লিতে। শ্রেয়স আইয়ার ছাড়ার পর তাঁকেই ক্যাপ্টেন হিসেবে তুলে ধরেছিলেন মহারাজ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেনের কাছ থেকে শিখেওছেন অনেক কিছু। এখন সৌরভ আর দিল্লিতে নেই। তিনি ছেড়েছেন পুরনো দল। তবে দাদার প্রতি তাঁর শ্রদ্ধা কমেনি এতটুকু। আবার সৌরভের ক্রিকেট জীবনের নানা গল্পও জানেন খুব ভালো করে। তিনি কি কুসংস্কারে বিশ্বাস করেন? এমন প্রশ্নের মুখে বেশ চমকে দেওয়া কথা বললেন ঋষভ পন্থ।
ইডেনে কাল কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। লখনউ সুপার জায়ান্টসে গেলেও পারফরম্যান্স তেমন নয়। এ বারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। কিন্তু ব্যাটে রান নেই তাঁর। ইডেনে এ সবের জবাব দেবেন হয়তো। কলকাতা থেকেই জিতে যাবেন ম্যাচ। তার আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন লখনউ দলের একাধিক সদস্য। এই অনুষ্ঠানে লখনউ দলের চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্ক সহ দলের বোলিং কোচ জাহির খান, ক্যাপ্টেন ঋষভ পন্থ ও নিকোলাস পুরানরা হাজির ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পন্থ বলেন,”আমি বাঁ পা আগে ফেলে চলি। এটাই আমার সংস্কার।’ কুসংস্কার প্লেয়ারদের নতুন নয়। নানা তারকা নানা সংস্কারের বিশ্বাসী। পন্থ কিন্তু চমকে দিয়ে হাসতে হাসতে বলেছেন, ‘সৌরভ স্যারের অনেক সংস্কারের কথা শুনেছি। তবে আমার ততটা নেই।”
বই পড়তেও বেশ ভালোবাসেন পন্থ। একাধিক বিষয়ে জানার আগ্রহ রয়েছে তাঁর। এই সম্পর্কে পন্থ বলেছেন, “রোজ সকালে উঠে ভগবানকে ধন্যবাদ জানাই। আর নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আশপাশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। বই পড়তেও ভালোবাসি। নতুন নতুন বিষয় জানতে খুব ভালো লাগে।”





