IPL 2023: অনলাইন গেমিং নিয়ে প্রশ্ন, অশ্বিন চটলেন সাংবাদিকের উপর
Ravichandran Ashwin: ১৬তম আইপিএলে (IPL 2023) বর্তমানে ব্যস্ত রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি তাঁকে অনলাইন গেমিং নিয়ে প্রশ্ন করা হতে তিনি বেজায় চটেছেন সাংবাদিকদের উপর।
চেন্নাই: ১৬তম আইপিএল (IPL 2023) চলাকালীন ফের বেটিং অ্যাপগুলির দৌরাত্ম্য দেখা যাচ্ছে। বিভিন্ন ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলোর প্রচারের মুখ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটাররা। সেখানে রয়েছেন আমির খানের মতো বলিউডের জনপ্রিয় তারকাও। সম্প্রতি বেটিং সাইটগুলির প্রমোশন করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের পাশাপাশি বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে বিহারের মজুফফরপুরে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে সদ্য এক অনুষ্ঠানে ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) অনলাইন গেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকের সেই প্রশ্ন শুনে বেজায় চটে গিয়েছিলেন অশ্বিন। উত্তরে ঠিক কী বলেছেন রবিচন্দ্রন অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
আসলে ওই অনুষ্ঠানে অশ্বিনকে ক্রিকেট সম্পর্কিত অনলাইন জুয়া নিয়ে প্রশ্ন করা হয়। তাতে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘আপনারা সত্যি কি সেটা জানতে চান, নাকি শিরোনাম হবে তেমন তথ্য চান?’ তাঁর কথা থেকেই পরিষ্কার অনলাইন গেমিং নিয়ে প্রশ্ন শুনে তিনি বেজায় বিরক্ত হয়েছেন। তিনি নিজেও অনলাইন বেটিং গেমিং অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। যেমন ড্রিম ইলেভেনের বিজ্ঞাপনে অশ্বিনকে দেখা যায়। ফলে তিনি নিজে এই ক্রিকেট সম্পর্কিত অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি।
বর্তমানে প্রায়শই দেখা যায় কোনও বাচ্চার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিলে, সে শান্ত হয়ে সেটি দেখতে থাকে। এই করতে গিয়ে ক্রমশ শৈশব হারিয়ে ফেলছে আজকালকার বাচ্চারা। অনলাইন গেমিং অ্যাপ নিয়ে বলার পাশাপাশি অশ্বিন বাচ্চাদের ক্রিকেট ক্যাম্পে যোগ দেওয়ার জন্য উৎসাহিতও করেন। তিনি বলেন, ‘শিশুদের এখন আর মাঠে না যাওয়ার অন্যতম কারণ অনলাইন। বাচ্চাদের হাত থেকে মোবাইল সরিয়ে নিলেই ওরা মাঠে খেলতে যাবে। আমাকে যদি বাচ্চাদের ক্রিকেট খেলতে উৎসাহিত করতে বলা হয় আমি হাসতে হাসতে তা করতে রাজি।’
ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কল, রামি, পোকারের মতো বেটিং অ্যাপগুলির উপর এ বার নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ আনার জন্য বিল এনেছে তামিলনাড়ু মন্ত্রিসভা। দিন তিনেক আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘোষণা করেছেন তামিলনাড়ুতে ‘অনলাইন জুয়া নিষেধাজ্ঞা এবং অনলাইন গেমগুলির নিয়ন্ত্রণ’ বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, বর্তমানে ১৬তম আইপিএলে ব্যস্ত রবিচন্দ্রন অশ্বিন। এখনও অবধি রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন অশ্বিন।