Ravichandran Ashwin : ‘বিশ্বকাপে মানকাডিংয়ের সুযোগ নেওয়া উচিত’, বলে দিলেন অশ্বিন
মানকাডিং বা নন-স্ট্রাইকে আউটের পক্ষে আরও একবার কথা বললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চেও এর সুযোগ নেওয়া উচিত প্রতিটি দলের।
কলকাতা : আরও একবার জোর আলোচনায় নন স্ট্রাইক প্রান্তে আউট বা মানকাডিং। এই আলোচনা উসকে দিয়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে পাক অলরাউন্ডার শাদাব খানকে মানকাডিং করার চেষ্টা করেছিলেন আফগান পেসার। তাতেই যত বিপত্তি। অতীতে এমন আউটকে ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থি ধরা হলেও বর্তমানে এটি সাধারণ রান আউটের মধ্যেই পড়ে। ক্রিকেটের আইনে তা স্পষ্ট অক্ষরে লেখা আছে। তা সত্ত্বেও এ ধরনের আউট যতটা সম্ভব এড়িয়ে যায় ক্রিকেট টিমগুলি। ওডিআই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রোহিত শর্মা, বিরাট কোহলি বা স্টিভ স্মিথদের মতো ক্রিকেটাররা নন স্ট্রাইক প্রান্তে রানআউটের শিকার হলে কী হবে? এর উত্তর দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যিনি এই নিয়মের পক্ষেই কথা বলেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অশ্বিনের মতে, ব্যাটার যদি সতর্ক থাকেন তাহলে আর এত বিতর্কের প্রয়োজন পড়ে না। এই সমস্য়ার সমাধানে তিনি বলেছেন, “ব্যাটার যেই হোক বা পরিস্থিতি যাই হোক, দেখতে হবে বোলার বল ছুড়ছে কি না। বল না করেই যদি আউট করে তাতে বোলারের বাহবা প্রাপ্তি। বরং সেক্ষেত্রে ব্যাটারকেই বলা উচিত যে তিনি ঠিক কাজ করেননি।” তাঁর মতে বিশ্বকাপের সময় প্রতিটি দলের এমন আউটের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। কারণ দিনের শেষে জয়টাই সব। অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। অশ্বিন সমাধানের ভঙ্গিতে বলেছেন, “ক্রিজের ভেতরে থাকুন, শান্তিতে থাকুন।”
ভারতীয় দলের তারকা অফস্পিনার চান, বিশ্বকাপে দলগুলির এর সুযোগ নেওয়া উচিত। তিনি বলেন, “এই মুহূর্তে সবকটি দল এমন রানআউটের পক্ষে নয়। তবে বিশ্বকাপের সময় আশা করি সবাই এর জন্য প্রস্তুত থাকবে। কারণ ‘আমরা মানকাডিং করব না’ বলে বেশি নীতি দেখালে বিপক্ষ দলগুলির কাছে কৌশল ফাঁস করে দেওয়া হয়। বিশ্বকাপ তো রোজ রোজ জেতা হয় না। এটা আজীবনের প্রাপ্তি। তাই প্রতিটি দলেরই এমন রানআউটের সুযোগ নেওয়া উচিত।”