Wasim Akram: এশিয়া কাপে বোলারদের পরীক্ষা, কারণ ব্যাখ্যা করলেন কিংবদন্তি পেসার
Asia Cup 2023, CWC: আগে থেকেই ভারত কিংবা পাকিস্তানকে ফেভারিট ধরতে পারছেন না ওয়াসিম আক্রম। তাঁর নজরে রয়েছে বাংলাদেশও। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময় ভালো পারফর্ম করেছে বাংলাদেশ। প্রতিনিয়ত উন্নতি করছে।
হাতে গোনা আর কয়েকটা দিন। শুরু হচ্ছে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণেই এ বার এশিয়া কাপও ৫০ ওভারের ফরম্যাটে হবে। আর এটাই বোলারদের কাছে কঠিন পরীক্ষা বলে মনে করছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমায় দীর্ঘ ফরম্যাট কিছুটা হলেও জৌলুস হারিয়েছিল। বিশ্বকাপের আগে পরিস্থিতি কিছুটা হলেও বদল হয়েছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানে হাতে গোনা কয়েকটি ম্যাচ। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট প্রস্তুতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর এতে বোলারদের অগ্নিপরীক্ষা বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার। বিস্তারিত জেনে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বুধবার শুরু হচ্ছে প্রতিযোগিতা। মুলতানে পাকিস্তান বনাম নেপাল। নজরে অবশ্য ২ সেপ্টেম্বর। সেদিন ভারত-পাকিস্তান। ওয়াসিম আক্রম বলছেন, ‘ভারত হোক বা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, এই টুর্নামেন্ট থেকেই বোঝা যাবে, বোলাররা ১০ ওভার করার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা। এখন বেশির ভাগ বোলারই ৪ ওভার করতেই অভ্যস্ত (টি-টোয়েন্টি)।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তার আগে এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এ বার একই কারণে ৫০ ওভারের টুর্নামেন্ট। ফিটনেসের দিক থেকে কঠিন পরীক্ষা বলে মনে করছেন আক্রম। বলছেন, ‘গ্রুপ পর্বে শীর্ষে থাকতে হলে জিততে হবে। সবচেয়ে বড় কথা, এ বার ৫০ ওভারের ফরম্যাট। টি-টোয়েন্টি নয়। সহজ কথায়, মানসিকতা এবং ফিটনেস দুর্দান্ত প্রয়োজন। প্রতিটা দলের জন্যই কঠিন পরীক্ষা।’
এশিয়া কাপে কাউকেই ফেভারিট ধরছেন না আক্রম। বলছেন, ‘গত বার আমরা সকলেই কার্যত ধরে নিয়েছিলাম, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। শেষ অবধি শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। এই তিনটি দলই বিপজ্জনক। যে কেু চ্যাম্পিয়ন হতে পারে। অন্যান্য় টিমও ফাইট দেবে। গত বার শ্রীলঙ্কা জিতেছে। ভারত কিন্তু ফাইনালে যেতে পারেনি।’
আগে থেকেই ভারত কিংবা পাকিস্তানকে ফেভারিট ধরতে পারছেন না ওয়াসিম আক্রম। তাঁর নজরে রয়েছে বাংলাদেশও। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময় ভালো পারফর্ম করেছে বাংলাদেশ। প্রতিনিয়ত উন্নতি করছে।