Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Myanmar Earthquake: ৩৩৪টা পরমাণু বোমার সমান কম্পন হয়েছে মায়ানমারে, আরেকটা ‘হিরোশিমা’র সাক্ষী থাকবে বিশ্ব?

Myanmar Earthquake: ২৯ মার্চ দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ, মায়ানমারে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এই কম্পন কতটা শক্তিশালী জানেন? ৩৩৪টি অ্যাটমিক বম্ব বিস্ফোরণ হলে যে পরিমাণ শক্তি নিঃসরণ হয়, তার সমান।

Myanmar Earthquake: ৩৩৪টা পরমাণু বোমার সমান কম্পন হয়েছে মায়ানমারে, আরেকটা 'হিরোশিমা'র সাক্ষী থাকবে বিশ্ব?
মায়ানমারে ভূমিকম্পের প্রভাব।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 12:34 PM

ইয়াঙ্গন: চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। তার মাঝেই চলছে প্রাণের খোঁজ। শক্তিশালী ভূমিকম্পে তছনছ মায়ানমার। শুক্রবার পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার-থাইল্যান্ড। ভারত, চিন, বাংলাদেশ, ভিয়েতনামেও সেই ভূমিকম্পের প্রভাব পড়েছে, জায়গায় জায়গায় কম্পন অনুভূত হয়েছে। সেই ভূমিকম্প কতটা শক্তিশালী, তা ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে। তবে আসলে ভূমিকম্পের প্রভাবটা ছিল আরও অনেক বেশি। তার আন্দাজ দিলেন জিওলজিস্টরা।

শুক্রবার, ২৯ মার্চ দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ, মায়ানমারে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এই কম্পন কতটা শক্তিশালী জানেন? ৩৩৪টি অ্যাটমিক বম্ব বিস্ফোরণ হলে যে পরিমাণ শক্তি নিঃসরণ হয়, তার সমান। জিওলজিস্ট জেস ফিনিক্স সতর্ক করেছেন, মায়ানমারে আফটারশকের সম্ভাবনা প্রবল। কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে এই কম্পন অনুভূত হতে পারে।

মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ট থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। জুন্টা সরকার এখনও পর্যন্ত ১৬০০-রও বেশি মানুষের মৃত্যু ঘোষণা করেছে। তবে মার্কিন জিওলজিকাল সার্ভের দাবি, মৃতের সংখ্যা ১০ হাজার পার করতে পারে।

কেন মাসের পর মাস ধরে কম্পন হতে পারে?

ভূমিকম্পের ঝটকা একবার অনুভব হলেও, আফটার শক মাসের পর মাস ধরে চলতে পারে। এমনটাই আশঙ্কা করছেন ভূ-বিজ্ঞানীরা। মায়ানমারের নীচে রয়েছে ইন্ডিয়ান টেকটোনিক প্লেট  ও ইউরেশিয়ান প্লেট। এই দুটি প্লেটের মধ্যে ক্রমাগত সংঘর্ষ হচ্ছে। এর জন্যই আফটারশক হচ্ছে।

মায়ানমারে যেহেতু কোনও সরকার নেই, জুন্তা বাহিনী দেশের ক্ষমতা দখল করে রেখেছে, তাই ভূমিকম্পের কতটা প্রভাব পড়ছে, তা জানা যাচ্ছে না বলেও আশঙ্কা করছেন অনেকে। ভারত ইতিমধ্যেই ত্রাণসামগ্রী পাঠিয়েছে মায়ানমারে।

'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
'পুলিশ নাকি পারমিশন দিয়েছে', বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক স্থানীয় মানুষ!
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
দুধেল গাই বলে প্রশ্রয় দেওয়া হচ্ছে: কার্তিক মহারাজ
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
বাংলার মুখ্য়মন্ত্রী কার্তিক মহারাজ? কী বললেন তিনি?
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
'ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত মুসলমানরা রয়েছেন উত্তরপ্রদেশে'
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
পড়ল বেঞ্চমার্ক সূচক, ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স!
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
আইপিএলের ইতিহাসে দুই দামি প্লেয়ার ও ক্যাপ্টেনের লড়াই
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
অরেঞ্জ আর্মির নতুন অস্ত্র 'ঝাঁসি দ্য পুত্তর' অনিকেত ভার্মা
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
আইপিএলেও সুখের সময় ফিরছে হার্দিক পান্ডিয়ার?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
কমেন্ট্রি বক্সে 'কথার তুফান' তুলে সৌরভ-সানির পকেট কত টাকায় ভরে?
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!
আসছে বিদেশি বিনিয়োগ, ৩১ হাজার কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার!