CWC 2023, Mithali Raj: দেশের মাটিতে ফের বিশ্বজয়ের সুযোগ দেখছেন প্রাক্তন অধিনায়ক

Indian Cricket Team: মেয়েদের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী মিতালি রাজ। ওডিআই কেরিয়ারে ৭৮০৫ রান করেছেন তিনি। কাশ্মীরের ক্রিকেটে উন্নতির ব্যাপক সম্ভাবনা দেখছেন প্রাক্তন অধিনায়ক।

CWC 2023, Mithali Raj: দেশের মাটিতে ফের বিশ্বজয়ের সুযোগ দেখছেন প্রাক্তন অধিনায়ক
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 11:09 PM

শ্রীনগর: আরও একটা ওয়ান ডে বিশ্বকাপ। এ বারও ঘরের মাঠে। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা বাড়ছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই ফরম্যাটে দীর্ঘ ২৮ বছরের ব্যবধানে দ্বিতীয় ট্রফি। উৎসবে মেতেছিল দেশ। আরও এক বার সেই সুযোগ দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি মিতালি। মেয়েদের ক্রিকেটে সিনিয়র দল বিশ্বজয় করতে পারেনি। খুব কাছে পৌঁছেছে বেশ কয়েক বার। এর মধ্যে ২০১৭ সালও রয়েছে। মিতালি রাজের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অল্পের জন্য হার। পুরুষদের ক্রিকেটে আইসিসি ট্রফির খরা চলছে। শেষ বার ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। সেই খরা কাটতে পারে বলেই মনে করছেন দেশের প্রাক্তন ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সেনার উদ্যোগে কাশ্মীরে হচ্ছে মেয়েদের প্রিমিয়ার লিগ। ফাইনালে উপস্থিত ছিলেন মিতালি। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শ্রীনগরে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সমর্থক হিসেবে আমি চাইব ভারত ফাইনাল খেলুক। আমাদের কাছে বড় সুযোগ। আমরা আয়োজক দেশ, পরিবেশ-পরিস্থিতি সবই আমাদের পক্ষে। টিম ভালো পারফর্ম করলে এ বারও ট্রফি জেতার সুযোগ রয়েছে।’ ১৯৮৩ এবং ২০১১ সালের পুনরাবৃত্তি চাইছেন মিতালি। এ বারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর।

মেয়েদের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী মিতালি রাজ। ওডিআই কেরিয়ারে ৭৮০৫ রান করেছেন তিনি। কাশ্মীরের ক্রিকেটে উন্নতির ব্যাপক সম্ভাবনা দেখছেন প্রাক্তন অধিনায়ক। বলছেন, ‘গত দু-তিন বছরের কথাই বলি। ভারতীয় ক্রিকেট বোর্ড মেয়েদের ক্রিকেটের উন্নতিতে প্রচুর পরিশ্রম করছে। নানা উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ সফল। দেশের ক্রীড়াক্ষেত্রে দারুণ বিষয়। প্রত্যাশা করছি আগামী দিনে কাশ্মীর থেকেও বেশ কিছু প্লেয়ার উঠে আসবে।’

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই টুর্নামেন্টকে দারুণ উদ্যোগ হিসেবে দেখছেন। বলেন, ‘আমিও ম্যাচ দেখেছি। আগেও বারবার বলেছি, এ খানে প্রতিভার অভাব নেই। সর্বস্তরেই মেয়েদের উন্নতিতে দারুণ কাজ করছে প্রশাসন।’