RCB, IPL 2023: ইডেনে প্রথম আইপিএল, নাইটদের বিরুদ্ধে তুরুপের তাস হবেন বাংলার পেসার?
Akash Deep: আরসিবির জার্সিতে এই নিয়ে তিন নম্বর মরসুম খেলছেন বাংলার পেসার আকাশদীপ। রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করলেও আরসিবির একাদশে নিয়মিত নন আকাশদীপ। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে তিনিই হয়ে উঠতে পারেন আরসিবির তুরুপের তাস।
তিথিমালা মাজী: চেনা মাঠ, চেনা পরিবেশ, দর্শক। ইডেন গার্ডেন্সে আইপিএল (IPL 2023) ফিরছে। লক্ষ্মীবারের ক্রিকেটের নন্দন কাননে কেকেআর বনাম আরসিবি। মুম্বইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ ৮ উইকেটের জয়ের পর বিরাট কোহলিরা এসেছেন কলকাতায়। আরসিবির জার্সিতে অ্যাওয়ে ম্যাচ হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক সদস্যের ঘরের মাঠের খেলার অনুভূতি (KKR vs RCB)। তিনি হলেন, বাংলার পেসার আকাশদীপ। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। কিন্তু আরসিবির জার্সিতে এই নিয়ে তিন মরসুম ধরে খেললেও নিয়মিত সুযোগ পান না। তবে বৃহস্পতিবারের ম্যাচে আকাশদীপই (Akash Deep) হয়ে উঠতে পারেন চ্যালেঞ্জার্সদের তুরুপের তাস। ইডেন তাঁর হাতের তালুর মতো চেনা। নন্দন কাননে নাইট-বধের পরিকল্পনায় তাই ‘ঘর শত্রু বিভীষণ’-এর সাহায্য নিচ্ছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
২০২১ সালে আকাশদীপ যখন প্রথম বার আরসিবি দলে খেলার সুযোগ পান তখন ভরা কোভিড। দর্শকশূন্য স্টেডিয়ামে, বায়ো বাবল ও নির্দিষ্ট কয়েকটি ভেনুতে দেখা হয়েছে। হোম-অ্যাওয়ে ফরম্যাট ফেরায় বাংলার পেসারের সামনে প্রথম বার ইডেনে আইপিএল খেলার সুযোগ। বৃহস্পতিবারের ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে আকাশদীপ বললেন, “এই অনুভূতিটা অনেক বড়। কোভিডের সময় একটা জায়গাতেই খেলা হচ্ছিল। প্রথম বার হোম গ্রাউন্ডে আইপিএল খেলছি। আমার জন্য এটা গর্বের মুহূর্ত। ইডেনে আইপিএল খেলিনি ঠিকই তবে লাল বলে ক্রিকেট খেলেছি।” কেকেআরের বিরুদ্ধে পরিকল্পনা কী? আকাশদীপ বললেন, “ক্রিকেটে আলাদা করে কোনও প্ল্যানিং হয় না। ফাস্ট বোলার হিসেবে সব ধরনের উইকেটে বোলিং করে নিজেকে ধারালো করি। ইডেনের উইকেটে শুরুর দিকে পেসাররা সাহায্য পায়। পাওয়ার প্লে বড় ফ্যাক্টর হবে।”
আইপিএলের ১৫ বছরের ইতিহাসে আইপিএলে ট্রফি ঢোকেনি আরসিবির ঘরে। টানা ৩ বছর ধরে প্লে অফ খেলছে আরসিবি। আকাশদীপ বলছেন, “যে ধরনের ক্রিকেট খেলে আসছি ওভাবেই খেলে যেতে হবে। একদিন তো সাফল্য পাবই। ভালো খেলতে হবে। স্কিল, ফিটনেস এসব তো থাকবেই। আইপিএলে আসার পর বুঝেছি, বড় মঞ্চে খেলার মানসিক জোর থাকাটা খুব প্রয়োজন। বড় মঞ্চে, বড় ক্রিকেটারদের কাছ থেকে এসব শিখেছি।”