Sourav Ganguly: পন্থ-শ্রেয়সের চোট আইপিএল থেকে নতুন মুখ তুলে আনবে, কেন এমন কথা বলছেন সৌরভ?
নতুন প্রজন্মের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ। তাঁরা ভালো খেললে ভারতীয় টিমে নিজেদের জায়গা পাকা করতে পারবেন।
নয়াদিল্লি: ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরার মতো প্লেয়ারদের বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। এই তিন ক্রিকেটার চোটের কারণে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। কবে মাঠে ফিরতে পারবেন, কেউই জানে না। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। মেগা ইভেন্টে তাঁদের পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। এই তিন ক্রিকেটার ভারতীয় টিমে না থাকলে বিশ্বকাপে ভালো ফল করা যে কঠিন, তা খুব ভালো করেই জানেন প্রাক্তন ক্যাপ্টেন। কে বলছেন এমন কথা? তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচের আগে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এও বলে দিলেন, নতুন প্রজন্মের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ। তাঁরা ভালো খেললে ভারতীয় টিমে নিজেদের জায়গা পাকা করতে পারবেন। কী বললেন সৌরভ, তুলে ধরল TV9 Bangla।
সৌরভ বলেছেন, ‘বুমরা, শ্রেয়স, পন্থদের মতো প্লেয়ারদের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তার কারণ, ওরা টিমের হয়ে বরাবর সেরাটা দেওয়ার চেষ্টা করে। ওদের না থাকাটা অন্যদের কাছে একটা সুযোগও হয়ে উঠতে পারে। ঋষভ উঠে এসেছিল, কারণ এমএস ধোনি সরে দাঁড়িয়েছিল। এ ভাবেই কিন্তু প্লেয়ার উঠে আসে। বুমরা সুযোগ কাজে লাগিয়ে নিজের জায়গা পাকা করেছিল। তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ক্ষেত্রে এমনটা বারবার ঘটেছে আইপিএলে। শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলছে। অন্যান্য টিমেও বেশ কিছু ভালো প্লেয়ার আছে, যারা নিজেদের সেরাটা দিচ্ছে। ঋষভকে টিম মিস করবে। কিন্তু আমাদের জন্য, ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত ঋষভের ফিট হয়ে ওঠা।’
দিল্লির প্রথম ম্যাচে সরফরাজ খান উইকেট কিপিং করেছিলেন। কিন্তু সে ভাবে ছাপ রাখতে পারেননি। পুরো আইপিএল মরসুমেই কি তাঁকে দিল্লির কিপার হিসেবে দেখা যাবে? সৌরভের যুক্তি, ‘ক্রিকেট অনেকখানি বদলে গিয়েছে। কিপারদের এখন ব্যাটও করতে হয়। উইকেট কিপিং এখন অলরাউন্ড পজিশন। আমি যখন ক্যাপ্টেন ছিলাম ভারতের, রাহুল দ্রাবিড়কে দিয়ে কিপিং করিয়েছিলাম। এতে টিমের ব্যাটিং গভীরতা বেড়ে যায়। সরফরাজ মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত কিপিং করেছে। কিন্তু আইপিএলে নিশ্চিত ভাবেই চাপ অনেক বেশি থাকবে। কিন্তু ও মাত্র একটা ম্যাচে কিপিং করেছে। আর সেটা দিয়ে ওর পারফরম্যান্স বিচার করা যাবে না।’
প্রথম ম্যাচে না পেলেও দক্ষিণ আফ্রিকান পেসার অনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি টিমের সঙ্গে যোগ দিয়েছে। গুজরাট ম্যাচে তাঁদের পাওয়া যাবে। দিল্লি টিমের ক্রিকেট ডিরেক্টর সৌরভ বলে দিচ্ছেন, ‘নর্টজে এসে গিয়েছে। তবে খলিল আর মুকেশ ভালো বোলিং করছে। চেতন সাকারিয়া প্রথম দু’ওভারে ভালো বোলিং করেছে।’