Rohit Sharma: বড় কোনও সমস্যা! শেষে ‘লোকাল’ হাসপাতালে ছেলের জন্ম দিলেন রোহিতের স্ত্রী ঋতিকা?

Nov 16, 2024 | 12:35 PM

Rohit Sharma and Ritika Sajdeh: ভারত অধিনায়ক এবং তাঁর স্ত্রী তাঁদের দ্বিতীয় সন্তান যে আসতে চলেছে, তা নিজের মুখে বলেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল। এ বার জানা গিয়েছে, দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা।

Rohit Sharma: বড় কোনও সমস্যা! শেষে লোকাল হাসপাতালে ছেলের জন্ম দিলেন রোহিতের স্ত্রী ঋতিকা?
বড় কোনও সমস্যা! শেষে 'লোকাল' হাসপাতালে ছেলের জন্ম দিলেন রোহিতের স্ত্রী ঋতিকা?
Image Credit source: Rohit Sharma Instagram

Follow Us

কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) পরিবারে খুশির হাওয়া। বড় হল হিটম্যানের পরিবার। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রোহিতের স্ত্রী ঋতিকা দ্বিতীয় বার সন্তান সম্ভবা। আর সেই জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে খেলতে দেখা যাবে না রোহিতকে। ভারত অধিনায়ক এবং তাঁর স্ত্রী তাঁদের দ্বিতীয় সন্তান যে আসতে চলেছে, তা নিজের মুখে বলেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল। এ বার জানা গিয়েছে, দ্বিতীয় বার বাবা হলেন রোহিত শর্মা। সূত্রের খবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা।

রোহিত এবং ঋতিকার পক্ষ থেকে এখনও তাঁদের পুত্র সন্তানের জন্মের খবর অফিসিয়ালি জানানো হয়নি। টাইমস অব ইন্ডিয়ার এক সূত্রের খবর, ১৫ নভেম্বর স্থানীয় হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা। লোকাল হাসপাতালে রোহিতের ছেলের জন্ম হওয়ায় অনেকেই মনে করছেন, ঋতিকার কী কোনও বড় সমস্যা হয়েছিল? যে কারণে তড়িঘড়ি লোকাল হাসপাতালে ভর্তি হলেন? কারণ অবশ্য পরিষ্কার নয়।

এ বছরের ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম হয়েছিল লন্ডনে। অকায়ের আগে বিরাট ও অনুষ্কার প্রথম সন্তান ভামিকা। রোহিতের ক্ষেত্রেও হল তেমনটাই। এখন এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা তিনি। এর আগে ২০১৮ সালে রোহিত ও ঋতিকার প্রথম সন্তান, সামাইরার জন্ম। ফলে ছোট্ট ভাই পেল সামাইরা, এমনটাই বলছে রোহিতের ফ্যানরা। ভারত অধিনায়ক ও ঋতিকা তাঁদের দ্বিতীয় সন্তান যে আসছে, তা যেমন ঘোষণা করেননি, তেমনই সন্তান জন্মের খবরেও তাঁরা সিলমোহর দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে রোহিত-ঋতিকাকে শুভেচ্ছায় ভরাচ্ছেন তাঁদের অনুরাগীরা।

এই খবরটিও পড়ুন

এর আগে শোনা গিয়েছিল, স্ত্রী ঋতিকার পাশে থাকার জন্য পারথ টেস্টে খেলবেন না রোহিত। ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন, যেহেতু তাঁদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তা হলে আর রোহিতের পারথ টেস্ট খেলায় কোন সমস্যা রইল না। এ বার দেখার কবে ডনের দেশে উড়ে যান রোহিত শর্মা।

Next Article