মুম্বইয়ের টি-টোয়েন্টি টিমে সচিন পুত্র

১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি গ্রুপ লিগে মুম্বইয়ের পর পর পাঁচটা ম্যাচ। বাঁ হাতি পেসার অর্জুন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেটাই দেখার।

মুম্বইয়ের টি-টোয়েন্টি টিমে সচিন পুত্র
মুম্বই টি-২০ দলে অর্জুন তেন্ডুলকর। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 7:09 PM

TV9 বাংলা ডিজিটাল: সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন ঢুকে পড়লেন মুম্বইয়ের টি-টোয়েন্টি টিমে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির জন্য আগেই ঘোষণা করা হয়েছিল টিম। কিন্তু করোনার জন্য সব টিমকেই বাড়তি প্লেয়ার, এমনকি নেট বোলারও নিয়ে রাখতে হচ্ছে। সেই কারণে টিমে নতুন সদস্যের একজন হিসেবে ঢুকেছেন অর্জুন।

১০ জানুয়ারি শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি গ্রুপ লিগে মুম্বইয়ের পর পর পাঁচটা ম্যাচ। বাঁ হাতি পেসার অর্জুন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সেটাই দেখার। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘টিমে ২২ জন ক্রিকেটার রাখা যাবে। কেউ চোট পেলে সেখান থেকেই পরিবর্ত নিতে হবে। বায়ো বাবলের বাইরে থেকে কাউকে নেওয়া যাবে না। সেই কারণেই অর্জুনকে রাখা হয়েছে।’

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে সই রাজু-অঙ্কিতের

ভারতের অনূর্ধ্ব ১৯ টিমে খেলেছেন সচিন পুত্র। খেলেছেন মুম্বইয়ের বয়সভিত্তিক নানা টিমে। বাঁ হাতি পেসার হওয়ার দরুণ ওয়াসিম আক্রম  পর্যন্ত নেটে আলাদা করে সময় দিয়েছেন অর্জুনকে। তাঁর সঙ্গে টিমে সুযোগ পেয়েছেন আর এক তরুণ পেসার ক্রুতিক হানাগাভাদিও।