ইস্টবেঙ্গলে সই রাজু-অঙ্কিতের
কাল বছরের প্রথম ম্যাচে ওড়িশা এফ সির মুখোমখি এসসি ইস্টবেঙ্গল।
TV9 বাংলা ডিজিটাল: ডিফেন্সের ফাঁকফোকড় ভরাট করতে এ বার ইস্টবেঙ্গল সই করাল রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জিকে। রাজুকে মরসুমের শুরুতে সই করিয়েছিল লাল-হলুদ। কিন্তু আইএসএল টিম থেকে বাদ পড়েন তিনি। সেই তাঁকেই ফেরাচ্ছে রবি ফাউলারের টিম।
ইস্টবেঙ্গল-মোহনবাগানের হয়ে এর আগেও খেলেছেন রাজু। কলকাতার টিমের চাপ সম্পর্কে ভালোই ওয়াকিবহাল। রাজু বলেছেন, ‘ইস্টবেঙ্গল টিমে সুযোগ পেয়ে আমি আপ্লুত। এই টিমে অতীতেও খেলেছি। এই ক্লাব যে কত বড়, তা খুব ভালো করেই জানি। টিমের হয়ে নামার জন্য মুখিয়ে আছি।’
“I am delighted to reunite with SC East Bengal, a club I played for in the past. We all know how big a club it is and I am eager to contribute to the team’s success.”
Welcome back, Raju Gaikwad!#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/Hi0miVVlpY
— SC East Bengal (@sc_eastbengal) January 2, 2021
আইএসএল মোহনবাগানের হয়ে এই মরসুম শুরু করেছিলেন অঙ্কিত। তার আগে স্টিভ কাপেলের এটিকের হয়ে খেলেছেন একটা মরসুম। কিন্তু এই বছর আইএসএলের মাঝপথে সবুজ মেরুন টিম থেকে বাদ পড়ার পর তিনি নিজেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চেয়েছিলেন। লাল-হলুদের জুনিয়র টিম থেকেই উত্থান তাঁর। ২৪ বছরের ফুটবলারকেই তাই সই করাল ইস্টবেঙ্গল।
“It is always a great opportunity to play for SC East Bengal and I am thrilled to be back to where it all started.”
24-year old Ankit Mukherjee graduated from East Bengal’s youth system. Welcome home, #TorchBearer!#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/O6yG089eSQ
— SC East Bengal (@sc_eastbengal) January 2, 2021
আরও পড়ুন:আইসোলেশনে ৫ ক্রিকেটার, রোহিতদের নিয়ে তদন্তে বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া
অঙ্কিত বলেছেন, ‘ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আমার কাছে বিরাট ব্যাপার। ওই ক্লাব থেকেই শুরু করেছিলাম। রবি ফাউলারের মতো কোচের অধীনে খেলার জন্য মুখিয়ে আছি।’