নতুন বছরে নতুন ভোরের আশায় লাল-হলুদ

ওড়িশার বিরুদ্ধে অভিষেক হতে চলেছে নাইজেরিয়ান গোলমেশিন ব্রাইট এনোবাখারের।

নতুন বছরে নতুন ভোরের আশায় লাল-হলুদ
রবিবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে ব্রাইটের। ছবি-এসসি ইস্টবেঙ্গল।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 7:34 PM

TV9 বাংলা ডিজিটাল: নতুন বছরে জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। রবিবার ভাস্কোর তিলক ময়দানে দশ বনাম এগারোর লড়াই। লাস্ট বয় ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএলে ৭টি ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেননি পিলকিংটন-মাঘোমারা। নতুন বছরের শুরুতেই জয় দিয়ে ম্যাচের ভাগ্য পাল্টাতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল এসসি ইস্টবেঙ্গল। এটাকেই দলের ইউএসপি করে এগোতে চাইছেন ফাউলার। রবিবার লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারের। তবে তাকে শুরু থেকেই খেলাবেন কিনা ফাউলার তা এখনও চূড়ান্ত হয়নি। দলে থাকবেন অঙ্কিত মুখোপাধ্যায় এবং রাজু গায়কোয়াড়ও। আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি ওড়িশা এফসিও। আর এই সুযোগটাকেই রবিবার কাজে লাগাতে চায় মশাল বাহিনী।

আরও পড়ুন:রয়ের ফর্ম নিয়ে চিন্তায় নেই হাবাস

এসসি ইস্টবেঙ্গলের রক্ষণের গাফিলতি প্রতি ম্যাচেই চোখে পড়ে পড়েছে। স্কট নেভিল-ড্যানি ফক্সরা এখনও পর্যন্ত আস্থা অর্জনে ব্যর্থ। রক্ষণের ফাঁকফোকড় ঢাকতে ব্যর্থ ফাউলার। ওড়িশার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া পিলকিংটন-মাঘোমারা। নতুন বছরে নতুন ভোরের আশায় লাল-হলুদ জনতাও।