Prithvi Shaw: ওকেই ভুলটা খুঁজে বের করতে হবে… পৃথ্বীকে নিয়ে সত্যিটা বলে দিলেন সতীর্থ

Syed Mushtaq Ali Trophy: পৃথ্বী শ-র খারাপ সময় যেন কাটছেই না। পুরো টুর্নামেন্টে ১৯৭ রান করেছেন। গড় মাত্র ২১.৮৮। আইপিএলে টিম পাননি। তাতেও কেন প্রতিভার প্রতি সুবিচার করতে পারছেন না পৃথ্বী? কী করলে আবার ফিরতে পারেন তিনি?

Prithvi Shaw: ওকেই ভুলটা খুঁজে বের করতে হবে... পৃথ্বীকে নিয়ে সত্যিটা বলে দিলেন সতীর্থ
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 2:48 PM

কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যেন পুনর্জন্ম হয়েছে অজিঙ্ক রাহানের। প্রায় সব ইনিংসেই সফল। কেকেআরের ক্যাপ্টেন হওয়ার পথে অনেকটাই এগিয়ে রাহানে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান। রাহানে যখন একাই মুস্তাক আলি জিতিয়েছেন মুম্বইকে, তখন এক তরুণ ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না। পৃথ্বী শ-র খারাপ সময় যেন কাটছেই না। কোয়ার্টার ফাইনালে কিছুটা ভরসা দিলেও পুরো টুর্নামেন্টে ১৯৭ রান করেছেন। গড় মাত্র ২১.৮৮। আইপিএলে টিম পাননি। তাতেও কেন প্রতিভার প্রতি সুবিচার করতে পারছেন না পৃথ্বী? কী করলে আবার ফিরতে পারেন তিনি? এর উত্তর দিলেন পৃথ্বীর টিমমেট খোদ শ্রেয়স আইয়ার। কী বললেন কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন?

মধ্যপ্রদেশকে হারিয়ে মুস্তাক আলি জেতার পর শ্রেয়স বলেছেন, ‘ব্যক্তিগত আমার মনে হয়, ও ঈশ্বরপ্রদত্ত ক্রিকেটার। এটা সত্যি যে, ওর মতো প্রতিভা আর কারও নেই। ওকে শুধু ওর কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। আরও নৈতিকতা রাখতে হবে। এর আগেও আমি নানা ইন্টারভিউতে একাধিক বার বলেছি এ কথা। সেটা যদি ও করতে পারে, আমরা সবাই জানি সাফল্যের কোনও সীমা নেই। এর জন্য কি ওকে বাধ্য করা উচিত? আমি সেটা পারব না। পৃথ্বী প্রচুর ক্রিকেট খেলে। অনেকেই ওকে নানা কিছু বলে। দিনের শেষে কিন্তু ওকেই ভুলটা খুঁজে বের করতে হবে। নিজেকেই আবার ফিরে আসতে হবে।’

এই খবরটিও পড়ুন

পৃথ্বী শ এখন চর্চার বিষয়। বিনোদ কাম্বলির মতোই প্রতিভাবান ক্রিকেটার। এবং দিন কে দিন যেন কাম্বলির মতো হারিয়ে যাচ্ছেন। ২৫ বছরের পৃথ্বীকে নিয়ে তাই দুশ্চিন্তার শেষ নেই। মাঠের বাইরের প্রলোভন, অসংযমী জীবনযাত্রা তাঁকে ক্রিকেটে সাফল্য দিচ্ছে না, এমনই বলছেন অনেকে। ফোকাস নড়ে গিয়েছে তাঁর। কথা হল, পৃথ্বী কি নিজে এ সব বোঝেন না? তা হলে কেন বুঝতে পারছেন না, তাঁকে ফিরে আসতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে। যদি না পারেন, মুম্বই টিম থেকেও বাদ পড়ে যেতে পারেন।