Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: সৌরভ বনাম গ্রেগ, মনে পড়ে মাঠের বাইরের সেই ‘সিরিজ’!

Happy Birthday Sourav Ganguly: বিদেশি কোচের ওপর বাড়তি ভরসা দেখায় ভারতীয় বোর্ড। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ভারত। বিশ্বকাপের পর বিদায় নেন গ্রেগ চ্যাপেলও। সৌরভ কিন্তু দলে থাকেন গর্বের সঙ্গেই। মাঝের সময়ে অবশ্য শিরোনামে ছিল বিতর্ক।

Sourav Ganguly: সৌরভ বনাম গ্রেগ, মনে পড়ে মাঠের বাইরের সেই 'সিরিজ'!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 10:00 AM

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যেই ভারতীয় দলের কোচের পদে জায়গা পেয়েছিলেন গ্রেগ চ্যাপেল। ক্যাপ্টেন সৌরভের পছন্দে ভরসা রেখেছিল ভারতীয় বোর্ড। কিন্তু জাতীয় দলের দায়িত্ব নিয়েই যে ডোবানোর কাজ শুরু করবেন, সেটা হয়তো ঘুণাক্ষরেও প্রত্যাশা করেননি সৌরভ। দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই অধিনায়ক সৌরভকে বাদ দেন। বিদেশি কোচের ওপর বাড়তি ভরসা দেখায় ভারতীয় বোর্ড। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ভারত। বিশ্বকাপের পর বিদায় নেন গ্রেগ চ্যাপেলও। সৌরভ কিন্তু দলে থাকেন গর্বের সঙ্গেই। মাঝের সময়ে অবশ্য শিরোনামে ছিল বিতর্ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক নজরে দেখে নেওয়া যাক সেই অধ্যায়

  1. ২০০৫ সালের এপ্রিলে ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের নিয়োগের প্রস্তাব দেন বোর্ডকে। জন রাইটের জায়গায় চ্যাপেল।
  2. ২০০৫ সালের মে মাসে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়। সে সময় কমিটিতে ছিলেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী এবং শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন। ভারতীয় দলের কোচের জন্য আবেদন করেছিলেন টম মুডি, মোহিন্দর অমরনাথ এবং ডেসমন্ড হেইনেস। সৌরভের পরামর্শেই কোচ করা হয় গ্রেগকে।
  3. কোচ হওয়ার ২ দিন গ্রেগ চ্যাপেল জানান, সচিন তেন্ডুলকরকে ফর্ম ফিরে পেতে সাহায্য করাই প্রথম লক্ষ্য।
  4. ২০০৫ সালের জুলাইতে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারতীয় টিমের সকলেই পূর্ণ সমর্থন করবে চ্যাপেলকে। তবে প্রাক্তন কোচ জন রাইটের সঙ্গে চ্যাপেলের তুলনায় নারাজ সৌরভ।
  5. ২০০৫ সালের সেপ্টেম্বর। সৌরভের সঙ্গে গ্রেগ চ্যাপেলের দ্বন্দ্ব প্রকাশ্যে। চ্যাপেলের কথাতেই তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছেন সে কথা প্রকাশ্যে আনেন সৌরভ। অথচ তার দু-দিন আগেই গ্রেগ বলেছিলেন, অধিনায়ক সৌরভের সঙ্গে মিলেই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। তবে উল্টোটাই শুরু করেন।
  6. ভারতীয় বোর্ড সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গ্রেগ চ্যাপেলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে। চার ঘণ্টার ম্যারাথন মিটিং হয়।
  7. ২০০৫ সালের নভেম্বর। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল। সৌরভকে বাদ দেওয়ার প্রতিবাদে অনেকেই ভারতের টিম বাসের সামনে ছিলেন। সমর্থকদের মিডল ফিঙ্গার দেখান গ্রেগ চ্যাপেল।
  8. ২০০৬ সালে মার্চ মাসে ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমে গ্রেগ চ্যাপেল সাক্ষাৎকারে বলেন, সৌরভের কাছে ক্য়াপ্টেন্সি সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। টাকার জন্যই নাকি সৌরভ ক্যাপ্টেন্সি ছাড়ছিলেন না! ভারতীয় বোর্ডের তৎকালীন সভাপতি শরদ পওয়ার ঘোষণা করেন, এই চ্যাপ্টার ক্লোজ করাই ভালো।
  9. ২০০৬ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই জয়ের পর চ্যাপেলকে প্রশ্ন করা হয়েছিল, দু-দলের মধ্যে পার্থক্য কী? ওয়েস্ট ইন্ডিজ চাপের মুহূর্তে ভেঙে পড়ে এমন মন্তব্য করেন গ্রেগ। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্রায়ান লারা সিরিজ জিতে বলেছিলেন, গ্রেগ চ্যাপেলের সেই মন্তব্যই তাদের তাতিয়েছিল।
  10. ২০০৬ সালের নভেম্বর। সৌরভ মন্তব্য করেন, চ্যাপেলের কোচিং দর্শন ভারতীয় ক্রিকেটের জন্য নয়। রেজাল্টের চেয়ে প্রক্রিয়া জরুরি, তবে সেটা কতদিনের!
  11. ২০০৭ সালের জানুয়ারিতে ভুবনেশ্বরে গ্রেগ চ্যাপেলকে চড় মারেন এক ক্রিকেট সমর্থক।
  12. ২০০৭ সালের জানুয়ারি, সৌরভের প্রত্যাবর্তন সম্পর্কে গ্রেগ বলেছিলেন, তাঁর সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই। বরং সেটাকে সাফল্যের গল্প হিসেবেই মন্তব্য করেছিলেন গ্রেগ।
  13. ২০০৭ সালের ফেব্রুয়ারি, গ্রেগ বলেন সৌরভের অনবদ্য প্রত্যাবর্তনে তিনি আশ্চর্য নন। বরং ২০০৫ সালের সেপ্টেম্বরে তাঁকে বাদ দেওয়ার ফলেই ওডিআই বিশ্বকাপের আগে দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পেরেছিলেন সৌরভ। বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেয় ভারত।
  14. ২০০৭ সালের এপ্রিল। গ্রেগ চ্য়াপেলের ভবিষ্যৎ লেখা শুরু হয়ে যায়। চ্যাপেল বরং প্রশ্ন তুলেছিলেন, বিশ্বকাপে সিনিয়র প্লেয়ারদের আচরণ ঠিক ছিল না। যার পরিপ্রেক্ষিতে সচিন তেন্ডুলকর জানিয়েছিলেন, গ্রেগ এই কথা বলে থাকলে, তার চেয়ে হতাশার কিছু হয় না।
  15. ২০০৭ সালের এপ্রিল, ভারতীয় দলের কোচ হিসেবে চুক্তি বাড়াতে চাননি চ্যাপেল। ব্য়ক্তিগত কারণ দেখিয়ে চুক্তি না বাড়িয়ে দেশে ফেরেন।

খাদের কিনারায় অর্থনীতি? পুনরাবৃত্তি হবে ২০০৮-এর ইতিহাসের?
খাদের কিনারায় অর্থনীতি? পুনরাবৃত্তি হবে ২০০৮-এর ইতিহাসের?
আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?