Mahesh Theekshana: এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স, সেনার সম্মান পেলেন লঙ্কান স্পিনার
সেনার সদর দফতরে থিকসানাকে ডেকে এই সম্মান দেওয়া হয়। একইসঙ্গে দেওয়া হয় আর্থিক পুরস্কার
কলম্বো: এশিয়া কাপে তাঁর স্পিন রহস্য ভেদ করতে হিমশিম খেতে হয়েছে বিপক্ষের ব্যাটারদের। শ্রীলঙ্কা এশিয়া সেরা হওয়ার পিছনে মহেশ থিকসানার (Mahesh Theekshana) অবদান অনবদ্য। অজন্তা মেন্ডিসের উত্তরাধিকারী বলে পরিচিত লঙ্কান স্পিনার তাঁর মাঠের পারফরম্যান্সের পুরস্কার পেলেন দেশের সেনাবাহিনীর থেকে। থিকসানার সার্জেন্ট পদে প্রমোশন হল। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল ভিকুম লিয়ানাগে শ্রীলঙ্কার সেনাবাহিনীতে সার্জেন্ট পদে উন্নীত করেছেন। শ্রীলঙ্কার (Sri Lanka Cricket) সেনার সদর দফতরে থিকসানাকে ডেকে এই সম্মান দেওয়া হয়। একইসঙ্গে দেওয়া হয় আর্থিক পুরস্কার। থিকসানার সঙ্গে শ্রীলঙ্কার জাতীয় নেটবল টিমের কয়েকজনকে সম্মানিত করা হয়েছে।
শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসকে মনে আছে তো? আন্তর্জাতিক ক্রিকেটে লঙ্কার এই রহস্য স্পিনারের মেয়াদ অল্প হলেও ছাপ ফেলে গিয়েছেন। তাঁর মিষ্ট্রি স্পিনে কুপোকাত হয়েছিল বড় বড় তারকা ব্যাটাররা। তাঁর বলের ধাঁধাঁর উত্তর পেতে হিমসিম খেতে হতো। শ্রীলঙ্কা আরও এক রহস্য স্পিনার পেয়ে গিয়েছে। মহেশ থিকসানার মধ্যে লঙ্কানরা অজন্তা মেন্ডিসের ছায়া দেখছেন। অধিনায়ক দাসুন শনাকা বলেই দিয়েছেন, থিকসানার স্পিন খেলা সব ব্যাটারের সাধ্যি নয়। শ্রীলঙ্কার হয়ে ২৪টি টি-২০ ম্যাচ খেলে ২২টি উইকেট এসেছে থিকসানা ঝুলিতে।
Mahesh Theekshana was elevated to the rank of Sergeant, by the Lieutenant General Vikum Liyanage yesterday.
We thank Sri Lanka Army for their continued support in grooming and supporting the athletes ???@Sri_Lanka_Army ? pic.twitter.com/NsNoTGnTPH
— Amila Kalugalage (@akalugalage) September 21, 2022
শ্রীলঙ্কার এই তরুণ স্পিনার খেলবেন দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে। অকশনের আগেই তাঁকে তুলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। তার আগে টি-২০ বিশ্বকাপে ক্রিকেট বিশ্বের নজর কাড়তে প্রস্তুত থিকসানা। এশিয়া কাপ জয়ী দল শ্রীলঙ্কা ভরপুর আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়া রওনা দিচ্ছে। মহেশ থিকসানার তাঁদের দলের বড় ভরসা।