এবার আমেরিকার ক্রিকেট লিগে নাইট রাইডার্স

এবার আমেরিকায় পা দিতে চলেছে ব্র্যান্ড নাইট রাইডার্স(KKR)।আমেরিকার টি-২০ লিগে লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নিতে চলেছে বাদশার(SRK) সংস্থা।

এবার আমেরিকার ক্রিকেট লিগে নাইট রাইডার্স
এবার আমেরিকায় পা দিতে চলেছে ব্র্যান্ড নাইট রাইডার্স। ছবি-শাহরুখের টুইটার
Follow Us:
| Updated on: Dec 01, 2020 | 10:30 AM

TV9 বাংলা ডিজিটাল:২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু। সেই থেকেই টি-২০ ক্রিকেট গোটা বিশ্বের কাছে এক জনপ্রিয় প্রিয় ব্র্যান্ড। ভারতের হাত ধরে টি-২০ ফ্রাঞ্চাইজি লিগ শুরু হওয়ার পর, একাধিক দেশে পা বাড়িয়েছে সেই দিকে। আইপিএলের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম শাহরুখ খান, জুহি চাওলার নাইট রাইডার্স (Knight Riders)। আইপিএলের পাশাপাশি ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগেও দল আছে কিং খানদের। এবার আমেরিকায় পা দিতে চলেছে ব্র্যান্ড নাইট রাইডার্স। সব ঠিক মত এগোলে আমেরিকার টি-২০ লিগে লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নিতে চলেছে বাদশার সংস্থা।

তবে শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নয়, আমারিকার ক্রিকেট সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেদেশের ক্রিকেট সম্প্রসারনেও বড় ভূমিকা নিতে চলেছে নাইট রাইডার্স। সেই মতই হচ্ছে আর্থিক চুক্তি(investment) । এক বিবৃতিতে এসআরকে (srk) জানিয়েছেন, ‘গত কয়েক বছর থেকেই আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছি। আমেরিকায় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। মেজর লিগ ক্রিকেট সব দিক থেকে তৈরি হয়ে নামছে। তাই আগামীতে আমেরিকা ক্রিকেট ও আমাদের পার্টনাশিপ সাফল্য পাবে এমনটাই বিশ্বাস আমাদের।’

আমেরিকান ক্রিকেট (American Cricket) এন্টারপ্রাইজ ও মেজর লিগ ক্রিকেটের অন্যতম কর্ণধার বিজয় শ্রীনিবাস জানিয়েছে, ‘আমেরিকার আট থেকে নটি শহরের মানুষ ক্রিকেট নিয়ে আগ্রহী। মার্কেট রিসার্চ করে দেখা গেছে আমারিকায় ১৫-২০ মিলিয়ন মানুষে ক্রিকেট নিয়ে আগ্রহী। পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্রিকেট ইভেন্টে টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখেন ৪ মিলিয়ন মানুষ। ক্রিকেটার মিডিয়া সত্ত্ব বিক্রির ক্ষেত্রে গোটা বিশ্বে এখন আমেরিকা তৃতীয় বা চতুর্থ স্থানে আছে।’ এই আগ্রহের মূল কারণ আমেরিকায় বসবাস করছেন ভারত উপমহাদেশের প্রচুর মানুষ। তাদের উৎসাহকে কাজে লাগিয়েই মেজর সকার লিগের দেশে, মেজর  লিগ ক্রিকেটের পরিকল্পনা তৈরি হয়েছে।