এবার আমেরিকার ক্রিকেট লিগে নাইট রাইডার্স
এবার আমেরিকায় পা দিতে চলেছে ব্র্যান্ড নাইট রাইডার্স(KKR)।আমেরিকার টি-২০ লিগে লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নিতে চলেছে বাদশার(SRK) সংস্থা।
TV9 বাংলা ডিজিটাল:২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু। সেই থেকেই টি-২০ ক্রিকেট গোটা বিশ্বের কাছে এক জনপ্রিয় প্রিয় ব্র্যান্ড। ভারতের হাত ধরে টি-২০ ফ্রাঞ্চাইজি লিগ শুরু হওয়ার পর, একাধিক দেশে পা বাড়িয়েছে সেই দিকে। আইপিএলের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম শাহরুখ খান, জুহি চাওলার নাইট রাইডার্স (Knight Riders)। আইপিএলের পাশাপাশি ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগেও দল আছে কিং খানদের। এবার আমেরিকায় পা দিতে চলেছে ব্র্যান্ড নাইট রাইডার্স। সব ঠিক মত এগোলে আমেরিকার টি-২০ লিগে লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নিতে চলেছে বাদশার সংস্থা।
Delighted to announce the new partnership between Knight Riders’ & American Cricket Enterprises in Major League Cricket in the US! Looking forward to showcasing T20 cricket in America! @USACricket @KKRiders @TKRiders pic.twitter.com/6vsGp8yWWq
— Venky Mysore (@VenkyMysore) December 1, 2020