Cheteshwar Pujara : গোটা দল ব্যর্থ, তাহলে পূজারা কেন ‘বলির পাঁঠা’? প্রশ্ন গাভাসকরের
ডব্লিউটিসি ফাইনালে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ফ্লপ হয়েছিল। অথচ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের ফল ভুগছেন শুধু চেতেশ্বর পূজারা। দলের এই অভিজ্ঞ ব্যাটারকে ক্যারিবিয়ান সফর থেকে বাদ দেওয়া হয়েছে। বোর্ডের নির্বাচক কমিটির এমন সিদ্ধান্তে ব্যপক চটেছেন সুনীল গাভাসকর।
কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ভারতের হারের পিছনে সবচেয়ে বড় দায় ব্যাটিং বিভাগের। ওভালে দলের টপ অর্ডার মুখ থুবড়ে পড়ে। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শুভমন গিল- সকলেই ব্যর্থ। শোনা যাচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রাখা হতে পারে রোহিত শর্মাকে। কিন্তু ক্যারিবিয়ান সফরের জন্য ভারতের টেস্ট এবং ওডিআই দল ঘোষিত হওয়ার পর দেখা গেল, সেসব শুধুমাত্র জল্পনা। প্রথম সারির সব ক্রিকেটাররাই দলে রয়েছেন। বাদ পড়েছেন শুধুমাত্র চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ডব্লিউটিসি ফাইনালে দুই ইনিংসে পূজারার ব্যাটই চলেনি। সেই কারণেই কী বাদ পড়লেন তিনি? উত্তরটা হ্যাঁ হলে এখানেই আপত্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ক্রিকেট বিশেষজ্ঞর। দলের প্রথম সারির ক্রিকেটারদের সকলেই ব্যর্থ হলে শুধুমাত্র পূজারা কেন বাদ পড়লেন? প্রশ্ন তুলেছেন সানি। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেছেন, চেতেশ্বর পূজারাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলে গণ্য করা হয় চেতেশ্বর পূজারাকে। দলের বহু চড়াই উতরাইয়ের সৈনিক তিনি। ৩৫ বছরের পূজারা এখন ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে। তবে ক্যারিবিয়ান সফর থেকে বাদ পড়ার পর তাঁর আন্তর্জাতিক কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল বলে মনে করছেন অনুরাগীরা। ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতের টেস্ট দলে ঠাঁই হয়নি পূজির। অথচ রোহিত শর্মারা বহাল তবিয়তে রয়েছেন।
একটি সাক্ষাৎকারে বোর্ডের নির্বাচকদের উপর ক্ষোভ প্রকাশ করে সুনীল গাভাসকর বলেছেন, “শুধুমাত্র পূজারাকেই কেন বলির পাঁঠা করা হল। পূজারা এমন কী ভুল করলেন যা অন্য ক্রিকেটাররা করেননি। শুধুমাত্র ওকেই কেন ফল ভুগতে হল। পূজারার বিশাল সংখ্যক ফলোয়ার্স নেই যাঁরা তাঁর বাদ পড়া নিয়ে স্লোগান তুলবেন। দল থেকে বাদ পড়ার কারণ যদি সেটাই হয় তাহলে সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া উচিত।” তিনি আরও বলেন, “যদি নির্বাচকরা নতুন প্রতিভাদের সুযোগ দিতে চাইছেন তাহলে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজাদের বিশ্রাম দেওয়া উচিত ছিল। বছর শেষে ওডিআই বিশ্বকাপ,অথচ দলের সবাই লাগাতার ক্রিকেট খেলে যাচ্ছেন। আইসিসি টুর্নামেন্টে তরতাজা রাখতে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত।”