Watch Video: শ্রীকান্ত কেন ছয় মারতেন, গোপন কথাটি ফাঁস করে দিলেন সুনীল গাভাসকর
Cricket Retro Story: একবার লর্ডসে খেলতে গিয়ে শ্রীকান্তের সঙ্গে যা হয়েছিল, তার এমন বিবরণ দিয়েছেন গাভাসকর যা শুনলে ক্রিকেট প্রেমীরা হাসি চেপে রাখতে পারবেন না। শ্রীকান্ত কেন লর্ডসে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে ভালো খেলেছিলেন সে কথাও ফাঁস করেছেন সানি। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
কলকাতা: দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলার সুবাদে একাধিক ক্রিকেটার একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। মাঠের বাইরেও তাঁদের বন্ডিং এমন হয় যা নিয়ে আলোচনা হয়ে থাকে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এমনই একজন মিশুকে ক্রিকেটার ছিলেন। একইসঙ্গে তিনি তাঁর কেরিয়ারের সময় স্মার্টও ছিলেন। সানি বন্ধুদের সঙ্গা মজা করার জন্যও বেশ পরিচিত। একবার লর্ডসে খেলতে গিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) সঙ্গে যা হয়েছিল, তার এমন বিবরণ দিয়েছেন গাভাসকর যা শুনলে ক্রিকেট প্রেমীরা হাসি চেপে রাখতে পারবেন না। শ্রীকান্ত কেন লর্ডসে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে ভালো খেলেছিলেন সে কথাও ফাঁস করেছেন সানি। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
সালটা ছিল ১৯৮৬। ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। ওই সফরের প্রথম টেস্টে ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা। যা আজও মনে রেখেছেন গাভাসকর। আসলে সে বার লর্ডসে প্রথম টেস্ট চলাকালীন মাঠের মধ্য নগ্ন (স্ট্রেকার) অবস্থায় এক মহিলা একটি ব্যানার হাতে নিয়ে ঢুকে পড়েছিলেন। যে ব্যানারে লেখা ছিল ‘Bring Back Botham (বোথামকে ফিরিয়ে আনো)।’ ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম সেই সময় গাঁজা সেবনের জন্য নির্বাসিত ছিলেন। নেটদুনিয়ায় পরবর্তীতে সেই ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, সুনীল গাভাসকর এবং কৃষ্ণামাচারি শ্রীকান্ত তখন ভারতের হয়ে ব্যাটিং করছিলেন।
Bring Back Botham
Indian opener Kris Srikanth is embarrassed & looks the other way as a streaker invades pitch during 1st Test at Lord’s, 1986
Gavaskar at the other end could not stop laughing
India won a Test for the first time at Lord’s & also the series 2-0#NSGRemembers pic.twitter.com/wGJ0Q9J23h
— North Stand Gang – Wankhede (@NorthStandGang) October 14, 2020
‘কমেডি নাইটস উইথ কপিল’ শো এর এক ভিডিয়ো ক্লিপিংস নেটদুনিয়ায় ঘুরছে। যেখানে সানি ফাঁক করেছেন শ্রীকান্তের হাঁড়ির খবর। স্মৃতির পাতা উল্টে গাভাসকর বলেন, ‘ওই মেয়েটি ছুটতে ছুটতে একটা ব্যানার হাতে নিয়ে মাঠে ঢোকে। সেই সময় মেয়েটি হাই হিল পরেছিল (ভিডিয়োতে অবশ্য দেখা গিয়েছে সাদা বুট জুতো পরেছিলেন মেয়েটি)। পিচের কাছে পৌঁছে গিয়েছিল। আমি তখন ভাবছিলাম ওর হিলের জন্য পিচের কোনও ক্ষতি না হয়। তাই আমি ওকে ইশারা করে বলতে থাকি দূরে সরে যাও। সেই সময় আমার সঙ্গে শ্রীকান্ত মাঠে ছিল। সে ভাবে ওর ব্যাটে বলে সংযোগ হচ্ছিল না। ও তামিল ব্রাহ্মণ। ওই মেয়েটাকে সেই অবস্থায় দেখতে পারছিল না।’ এরপর সানি হাসতে হাসতে বলেন, কোনও প্রকারে শ্রীকান্ত ওই মহিলাটিকে আড়চোখে একটু দেখেছিলেন। তিনি তারপর শ্রীকান্তের খবর নেন, ঠিক আছেন কিনা। এরপরই নাকি শ্রীকান্ত একের বল এক বোলারের বল দারুণ ট্যাকেল করেছিলেন। হাসতে হাসতে ফের সানি বলেন, তখন আমি বুঝি যে এটাই শ্রীকান্তের ভালো খেলার সিক্রেট। উল্লেখ্য, ওই টেস্ট সিরিজ ভারত ২-০ ব্যবধানে জিতেছিল। আর প্রথম টেস্টে এক ইনিংসে শ্রীকান্ত করেছিলেন ২০ রান আর দ্বিতীয় ইনিংসে ০।
এক ঝলকে দেখে নিন সেই ভিডিয়ো —
View this post on Instagram