T20 WC 2024: নিরাপত্তার কড়াকড়ি, নিউ ইয়র্ক স্টেডিয়ামের বাইরে মোতায়েন হল স্নাইপার!
ICC MEN’S T20 WC 2024: ভারতীয় দলের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে নিউ ইয়র্কে। বিশেষ করে বিরাট কোহলির জন্য। বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলি। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ। তাঁকে ঘিরে নানা প্রত্যাশার চাপ। তেমনই সমর্থকরাও বিরাটের সান্নিধ্য পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। বিরাটের ধারেকাছে ঘেসাও এখন কঠিন। ভারতের ম্যাচ যে মাঠে হবে, আজ সেই মাঠেই মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। বুধবার ভারতের অভিযান শুরু হচ্ছে। নিউ ইয়র্কে নবনির্মিত নাসাউ স্টেডিয়ামে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। একই মাঠে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে জঙ্গি হানার হুমকি এসেছিল। এরপরই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়। ভারত-পাকিস্তান ম্যাচেই শুধু নয়, এখন থেকেই নিরাপত্তার কড়াকড়ি নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। তারই অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে স্নাইপার।
ভারতীয় দলের জন্য বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে নিউ ইয়র্কে। বিশেষ করে বিরাট কোহলির জন্য। বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলি। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ। তাঁকে ঘিরে নানা প্রত্যাশার চাপ। তেমনই সমর্থকরাও বিরাটের সান্নিধ্য পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। বিরাটের ধারেকাছে ঘেসাও এখন কঠিন। ভারতের ম্যাচ যে মাঠে হবে, আজ সেই মাঠেই মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগেই বিশেষ নিরাপত্তা।
ম্যাচ ভেনুর পার্শ্ববর্তী বেশ কয়েকজন স্নাইপার মোতায়েন হয়েছে বলে খবর। বিবিসি স্পোর্টসকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। সে কারণেই নিরাপত্তা পরিকল্পনায় আরও বেশ কিছু বিষয় জোরাল করা হয়েছে। আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত সংস্থার সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করছি। পরিকল্পনায় কোনও সংযোজন প্রয়োজন কীনা, এ নিয়েও আলোচনা হচ্ছে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
এ বারের বিশ্বকাপে এখনও অবধি তিনটি ম্যাচ হয়েছে। বিশ্বকাপের যুগ্ম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। এর মধ্যে মার্কিন মুলুকে মাত্র একটি ম্যাচই হয়েছে। উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ডালাসে। মুখোমুখি হয়েছিল আয়োজক আমেরিকা ও কানাডা। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে প্রথম ম্যাচ হতে চলেছে আজই। বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।