ICC World Cup 2023: ফিটনেসেই সমস্যা, শাহিনকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার

Shaheen Shah Afridi: শাহিন না পারলেও বুমরা ফুল ফোটাচ্ছেন সব ম্যাচেই। বিশ্বকাপের তিন ম্যাচে ৮ উইকেট পুরে ফেলেছেন ঝুলিতে। চমৎকার লাইন, লেন্থ, গতি, বাউন্সে পাচ্ছেন সাফল্য। যা ওয়াকারের নজর এড়ায়নি। প্রাক্তন পাক পেসার বলে দিচ্ছেন, 'বুমরা অফস্টাম্পে বল রেখে চাপ তৈরি করছে। পাকিস্তানের বিরুদ্ধেও চমৎকার বোলিং করেছে।

ICC World Cup 2023: ফিটনেসেই সমস্যা, শাহিনকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার
ওয়াকার ইউনিস ও শাহিন আফ্রিদু
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 12:22 PM

নয়াদিল্লি: ভাবা হয়েছিল, পাকিস্তানের বোলিংয়ের মেরুদণ্ড হবেন তিনি। বিশ্বকাপে (ICC World Cup 2023) তাঁর সুইং, গতি, বাউন্সে বিপর্যস্ত হবে প্রতিপক্ষ টিম। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারেননি তিনি। বরং পাক পেসারকে দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, আদৌ ফিট তো! ভারতের কাছে (India vs Pakistan 2023) লজ্জার হার হয়েছে বাবর আজমের টিমের। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) নতুন বলে ক্যারিশমাই দেখাতে পারেননি। আরও ভালো করে বললে, নিজের প্রতিভার প্রতি এখনও সুবিচার করতে পারেননি শাহিন। আমেদাবাদের ওই পিচেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের মতো বোলাররা কিন্তু দুরন্ত পারফর্ম করেছেন। শাহিনকে কাঠগড়ায় দাঁড় করালেন কে? TV9Bangla Sports-এ বিস্তারিত।

পাকিস্তান ম্যাচের পরেই ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি বলে দিয়েছেন, টিমের ক্রিকেটারদের জন্য কোনও ফিটনেস টেস্টই নেই। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি আনফিট প্লেয়ারদের নিয়ে সাজানো হয়েছে পাকিস্তানের বিশ্বকাপের টিম? তার মধ্যেই আক্রমেরই পেস জুটি ওয়াকার ইউনিসও একই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন শাহিনকে। বছর কয়েক আগেও পাক টিমের বোলিং কোচ ছিলেন তিনি। সেই ওয়াকারের মন্তব্য়, ‘শাহিনের ফিটনেস নিয়ে কোনও সমস্যা থাকতেও পারে। সেই কারণেই হয়তো ওকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। ওর বোলিংয়ে কিছু একটা নেই। যে কারণে উইকেট নেওয়ার জন্য ওকে মরিয়া দেখা যাচ্ছে। কোনও বোলার যদি একই জিনিস বার বার করে যায়, তা হলে কিন্তু ব্যাটসম্যানরাও তৈরি হয়ে থাকে।’

শাহিন না পারলেও বুমরা ফুল ফোটাচ্ছেন সব ম্যাচেই। বিশ্বকাপের তিন ম্যাচে ৮ উইকেট পুরে ফেলেছেন ঝুলিতে। চমৎকার লাইন, লেন্থ, গতি, বাউন্সে পাচ্ছেন সাফল্য। যা ওয়াকারের নজর এড়ায়নি। প্রাক্তন পাক পেসার বলে দিচ্ছেন, ‘বুমরা অফস্টাম্পে বল রেখে চাপ তৈরি করছে। পাকিস্তানের বিরুদ্ধেও চমৎকার বোলিং করেছে। চাপ তৈরি করে উইকেট নিয়েছে। এটাই শাহিন পাচ্ছে না। শাহিন খুবই ভালো বোলার। ও যখন চাপটা তৈরি করে, ব্যাটসম্যান অন্য বোলারদের টার্গেট করে উইকেট দেয়। এটা শাহিন পারছে না বলেই অন্যরাও উইকেট পাচ্ছে না। আমার মনে হয় না নাসিম শাহর মতো বোলার না থাকার জন্য সমস্যা হচ্ছে। সমস্যাটা আসলে সহজ ব্যাপারটা সহজে হচ্ছে না বলেই।’