Tilak Varma : শেষ টি ২০তে প্রথম আন্তর্জাতিক উইকেট, সিরিজ হারলেও উজ্জ্বল তিলক

তিলক ভার্মা তাঁর আন্তর্জাতিক ডেবিউতে দারুণ পারফর্ম করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ভারতের হয়ে সর্বাধিক রান তাঁর। এর পাশাপাশি সিরিজের শেষ ম্যাচে বল হাতেও দলের হয়ে অবদান রাখলেন তিলক।

Tilak Varma : শেষ টি ২০তে প্রথম আন্তর্জাতিক উইকেট, সিরিজ হারলেও উজ্জ্বল তিলক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 9:02 AM

ফ্লোরিডা : ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তিলক ভার্মার (Tialk Verma)। টি ২০ সিরিজে প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন তিলক। ভারতীয় দলের পুরো ব্যাটিং লাইন আপ ব্যর্থ হয়েছে, অথচ উজ্জ্বল ডেবিউট্যান্ট তিলক। প্রথম আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয় বলেই ছয় হাঁকান। প্রথম ম্যাচের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ভারতের হয়ে টি ২০ সিরিজে সর্বাধিক রান রয়েছে তিলকের নামে। ৫ ম্যাচে ১৭৩ রান করেছেন। একটি অর্ধশতরান। শুধু ব্যাটেই নয়, বোলিংও নিজের দক্ষতা দেখিয়েছেন তিলক। শেষ ম্যাচে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটও নিলেন। ভারতীয় দল ২-৩ সিরিজ হারলেও তিলকই বড় পাওনা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম অফ স্পিনার তিলক। রবিবার ফ্লোরিডায় টি ২০ সিরিজের শেষ ম্যাচে তিলকের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় বলেই উইকেট নেন তিনি। নিকোলাস পুরান এবং ব্রেন্ডন কিং দুর্দান্ত ব্যাটিং করছিলেন। দু’জনের মধ্যে ১০৭ রানের পার্টনারশিপ চলছিল। এই শতরানের জুটি ভাঙতে তিলকের হাতে বল তুলে দেন হার্দিক। তিলকের দ্বিতীয় বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেন পুরান। বল ব্যাটে না এসে টপ এজ লেগে স্লিপে ফিল্ডারের হাতে চলে যায়। আম্পায়ার প্রথমে নিকোলাস পুরানকে আউট দেননি। রিভিউ নেয় ভারতীয় দল। সিদ্ধান্ত ভারতের পক্ষে যায়। ব্যাট হাতে দ্বিতীয় বলে ছক্কা হাঁকানোর পর প্রথম আন্তর্জাতিক উইকেট পেলেন দ্বিতীয় বলে।

দলের প্রয়োজনে বল করতে পারেন তিলক ভার্মা। এখানেই তিনি টপ অর্ডারের অন্যান্য ব্যাটারদের থেকে আলাদা। ভারতের টি ২০, টেস্ট বা ওডিআই দলের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে এমন কেউ নেই যিনি বোলিং করতে পারেন। এক সময় সচিন, সেওয়াগ, যুবরাজ, সৌরভ সবাই বল করতেন। তিলক ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও স্বচ্ছন্দ। এশিয়া কাপের দলে তাঁকে নেওয়ার কথা চলছে। বোলিংয়ের কারণে তিলক এশিয়া কাপের আরও জোর দাবিদার।