India vs West Indies : চাপ নিতে ব্যর্থ, হার্দিকের ক্যাপ্টেন্সিতে গলদ! ভারতের হারের কারণ

২ বছর পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারত। শেষ ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ খোয়াল ভারত। হারের নেপথ্যের কারণগুলি কী কী?

India vs West Indies : চাপ নিতে ব্যর্থ, হার্দিকের ক্যাপ্টেন্সিতে গলদ! ভারতের হারের কারণ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 9:45 AM

ফ্লোরিডা : পঞ্চম ও শেষ টি ২০তে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরে সিরিজ ২-৩ ব্যবধানে খুইয়েছে ভারত (Ind vs WI)। ২০১৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ সিরিজ জিতেছে। ব্রেন্ডন কিং ছিলেন ‘ফাইনাল’ ম্যাচে জয়ের তারকা। যাঁর অপরাজিত ৮৫ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও ছয়টি ছক্কায়। সদ্য সমাপ্ত টি ২০তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই সর্বাধিক স্কোর। হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya) ০-২ পিছিয়ে থেকে সিরিজ ২-২ সমতায় ফিরিয়ে এনেছিল। সেখান থেকে শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ভারত। হার্দিকদের সিরিজ হারের একাধিক কারণ উঠে আসছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

চাপ সামলাতে ব্যর্থ

আইপিএল তরুণ ক্রিকেটারদের বড় মঞ্চের চাপ সামলাতে শেখায়। সদ্য সমাপ্ত টি ২০ সিরিজে ভারতীয় দলের সবকটি সদস্যই দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন। তারপরও সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতীয় দল জয়ের দোরগোড়ায় এসে ম্যাচ হেরে যায়। প্রথম ম্যাচে শেষ ৩০ বলে ৩৭ রান করতে পারেননি ব্যাটাররা।

হার্দিকের নেতৃত্ব

হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে পুরো সিরিজ জুড়ে আলোচনা চলেছে। দ্বিতীয় ম্যাচের ১৮তম ওভারে যুজবেন্দ্র চাহালকে বল দেননি। বোলিং বিভাগের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। শেষ ম্যাচে মুকেশ কুমার, অক্ষর প্যাটেলদের পুরো ওভার বল করাননি। এমনই বিভিন্ন কারণের জন্য সমালোচনার মুখে পড়েছেন হার্দিক।

অক্ষর প্যাটেলের ভূমিকা

টি ২০ সিরিজে অক্ষর প্যাটেলের ভূমিকা কী ছিল তা সকলের বোঝার বাইরে। কয়েকটি ম্যাচে তিনি একেবারেই বোলিংয়ের সুযোগ পাননি। কয়েকটি ম্যাচে বোলিংয়ের সূচনা করেছেন। দিল্লির স্লো পিচে পুরো আইপিএল খেলা অক্ষরকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। ৫ ম্যাচে মাত্র ১১ ওভার বল করেছেন তিনি।

 হতাশ করেছেন ওপেনাররা

চতুর্থ ম্যাচ বাদে এই সিরিজে হতাশ করেছেন ভারতীয় ওপেনাররা। হাফ সেঞ্চুরি ছাড়া ৪ ম্যাচে মাত্র ২৫ রান করেন গিল। তিন ম্যাচে দু’বার প্রথম ওভারেই আউট হন যশস্বী। শুরুতে খোলামেলা ব্যাটিং করতে পারেননি ঈশানও। টিম ইন্ডিয়ার এই সিরিজ হারে ওপেনারদের ব্যর্থতা বড় কারণ।