Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prasad on MS Dhoni: এ যেন শো-রুম! ধোনির বাইক সংগ্রহে চক্ষু চড়কগাছ প্রসাদের

Dhoni Bike Collection: সব মিলিয়ে ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিয়ো। ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গেও কথা বলেছেন প্রসাদ। সাক্ষী তাঁকে প্রশ্নও করেন।

Prasad on MS Dhoni: এ যেন শো-রুম! ধোনির বাইক সংগ্রহে চক্ষু চড়কগাছ প্রসাদের
Image Credit source: TWITTER, SCREENGRAB
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 2:17 AM

অনেকেরই নানা রকম শখ থাকে। কেউ বা কয়েন সংগ্রহ করতে ভালোবাসেন, আবার কেউ ডাক টিকিট! ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অন্যতম পছন্দ বা বলা যায় শখ বাইক এবং গাড়ি। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের ফার্ম হাউস চক্ষু চড়কগাছ করার মতোই। সঙ্গে তাঁর গাড়ি এবং বাইকের সংগ্রহ। নানা রকমের বাইক তাঁর সংগ্রহে রয়েছে। মহেন্দ্র সিং ধোনির এই শখও অজানা নয়। তাঁর বায়োপিকে এর অনেকটা অংশ তুলে ধরা হয়েছে। সিনেমার পর্দায় দেখা এবং সামনাসামনি, বিস্তর ফারাক। সেটাই হল দেশের আরও দুই প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ এবং সুনীল যোশীর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধোনির বাইক সংগ্রহের কথা এতদিন হয়তো শুনেছেন কিংবা ছবিতে দেখেছেন। রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ি হাজির ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার তথা বোর্ডের দল নির্বাচন কমিটির দুই প্রাক্তন সদস্য। আর সামনাসামনি ধোনির বাইক কালেকশন দেখে রীতিমতো অবাক ভেঙ্কটেশ প্রসাদ। অবাক হয়ে দেখে গেলেন। তাঁদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ।

ধোনির বাড়িতে গিয়ে ভেঙ্কটেশ প্রসাদ হয়ে উঠলেন ধারাভাষ্যকার। তবে ক্রিকেট নয়, বাইক নিয়েই ধারাভাষ্য দিলেন। ধোনির বাইকের সংগ্রহ নিয়ে সেই ভিডিয়ো পোস্ট করে প্রসাদ লিখেছেন- উদ্ভট শখও বলা যায়। মানুষ হিসেবে ধোনি যেমন অসাধারণ, তেমনই তার বাইকের কালেকশনও। অন্যতম সফল ব্যক্তিত্ব। এই দেখুন তাঁর বাইকের সংগ্রহের কিছু ঝলক। ওর প্যাশন দেখে মুগ্ধ হয়েছি।

সব মিলিয়ে ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিয়ো। ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গেও কথা বলেছেন প্রসাদ। সাক্ষী তাঁকে প্রশ্ন করেন, ‘কী বলা যায়, আচ্ছা রাঁচিতে এসে আপনার কেমন লাগছে?’ প্রসাদ বলেন, ‘দুর্দান্ত। প্রথম বার রাঁচি এসেছি, তা নয়। এই নিয়ে চতুর্থ বার। তবে এই বাইকের কালেকশন যেন চূড়ান্ত পাগলামি। অনেক বেশি প্যাশন না থাকলে এরকম সংগ্রহ থাকা সম্ভব নয়।’

এরপরই প্রসাদ আরও যোগ করেন, ‘এ তো বাইকের শো-রুম হতে পারে।’ ধোনির সংগ্রহ দেখে ঘোর কাটছে না প্রসাদের।