Virat Kohli IPL 2023: লোপ্পা ক্যাচ মিস! অন্যমনস্ক বিরাট হলেন হাসির পাত্র

PBKS vs RCB, IPL 2023: মোহালিতে ৫৫৬ দিন পর আরসিবির হয়ে ক্যাপ্টেন্সি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি আইপিএলে তৃতীয় জয়ের স্বাদ পেল বিরাটের দল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে একটি সহজ ক্যাচ মিস করে হাসির খোরাক হয়েছেন বিরাট কোহলি।

Virat Kohli IPL 2023: লোপ্পা ক্যাচ মিস! অন্যমনস্ক বিরাট হলেন হাসির পাত্র
লোপ্পা ক্যাচ মিস! অন্যমনস্ক বিরাট হলেন হাসির পাত্রImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 12:21 PM

মোহালি: কথায় বলে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। লক্ষ্মীবারে মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬তম আইপিএলে (IPL 2023) বিরাট কোহলিও (Virat Kohli) একটি সহজ ক্যাচ মিস করেছেন। কিন্তু শেষ অবধি আরসিবি (RCB) ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। যদিও লোপ্পা ক্যাচ ফস্কানোর জন্য হাসির খোরাক হয়েছেন বিরাট কোহলি। অবশ্য বিরাট যে ক্যাচটি মিস করেছিলেন তার জন্য সেই অর্থে তাঁর দোষ ছিল না। আসলে এক সতীর্থ হঠাৎ সামনে চলে আসায় অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন কোহলি। যার ফলে ক্যাচ তালুবন্দি করতে পারেননি কিং কোহলি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চূড়ান্ত ফিট বিরাট কোহলি ব্যাট হাতে রানের ফুলঝুরি ফোটানোর পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ। ক্যাচ ধরতেও ওস্তাদ কিং কোহলি। সেই কোহলিই যখন কোনও সহজ ক্যাচ মিস করেন তখন সমালোচকরা চুপ থাকেন না। মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির হয়ে ক্যাপ্টেন্সি করেননি ফাফ ডু’প্লেসি। এই ম্যাচে নেতৃত্ব দেন বিরাট। টস হারেন কোহলি। প্রথমে ব্যাটিং করে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসির শতরানের ওপেনিং পার্টনারশিপে ভর করে চার উইকেট হারিয়ে ১৭৪ রান করে আরসিবি।

Virat Kohli gets distracted by RCB teammate

ক্যাচ মিস করলেন বিরাট কোহলি। (ছবি-টুইটার)

১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৫০ রানেই অলআউট হয়ে যায় পঞ্জাব কিংস। আরও আগে ম্যাচ শেষ হয়ে যেতে পারত। পঞ্জাবের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে জিতেশ শর্মা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন। বলটি ধরার জন্য লং অনে দাঁড়িয়ে থাকা কোহলি এগোতে থাকেন। তিনি বুঝতে পারেননি যে, সুয়শ প্রভুদেশাই ডিপ মিডউইকেট থেকে দৌড়চ্ছিলেন। পরে কোহলি বুঝতে পারলে হাত দিয়ে ইশারা করেন, ক্যাচটি তাঁর নিয়ন্ত্রণে আছে। কিন্তু সেই সময় কোহলির ইঙ্গিত বুঝতে না পেরে সুয়শও ক্যাচ ধরতে চলে আসেন। কোহলি ওই সময় নিজের পজিশন ঠিক করে নিয়ে ক্যাচটা ধরার চেষ্টা করেন। কিন্তু বিরাট নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। যার ফলে ক্যাচটি মাটিতে পড়ে যায়। আর লোপ্পা ক্যাচ মিস করে হাসির খোরাক হন বিরাট।