Virat Kohli : স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে লন্ডন রওনা কোহলির, সঙ্গী স্ত্রী অনুষ্কা

WTC Final 2023: ২০১৩ সালের পর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। ক্যাপ্টেন হিসেবে পারেননি, এ বার ব্যাটার বিরাট কোহলির নজরে আইসিসি ট্রফি।

Virat Kohli : স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে লন্ডন রওনা কোহলির, সঙ্গী স্ত্রী অনুষ্কা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 11:32 AM

মুম্বই: আইপিএল অতীত। এ বার টি-২০ ছেড়ে পুরোপুরি টেস্ট ক্রিকেটের মোডে ঢুকে যাওয়ার পালা। তাই আগেভাগেই দেশ ছাড়লেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৬তম আইপিএলের (IPL 2023) চ্যাম্পিয়ন দলের জন্য, তখন স্ত্রী অনুষ্কা শর্মার হাত ধরে লন্ডন রওনা দিলেন কোহলি। লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে WTC ফাইনাল (WTC Final 2023)। ক্যাপ্টেন হিসেবে টেস্ট বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নিতে পারেননি। এ বারের WTC ফাইনালে বিরাট শুধুই ভারতীয় দলের একজন তারকা ব্যাটার। ক্যাপ্টেন হিসেবে পারেননি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য হতে চান বিরাট। ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আইসিসি র়্যাঙ্কিং অনুযায়ী টেস্ট ফরম্যাটে এখন প্রথম স্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁর ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই আশা সমর্থকদের। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভাগে ভাগে লন্ডন যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। মঙ্গলবার চলে গিয়েছে প্রথম ব্যাচ। প্লে অফে না থাকা দলগুলির ক্রিকেটাররা রওনা দিয়েছেন। যেমন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর। গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও। একইসঙ্গে লন্ডন যাওয়ার কথা ছিল বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনের। কিন্তু সিনিয়র ক্রিকেটাররা একটা দিন বিশ্রামের জন্য চেয়ে নিয়েছিলেন। একটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে বুধবার সকাল সকাল লন্ডনের বিমান ধরলেন সস্ত্রীক বিরাট কোহলি। প্রবল চেষ্টা করেও আরসিবিকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। আরও একবার আইপিএল থেকে খালি হাতে ফিরতে হয়েছে বিরাটকে। স্বপ্নভঙ্গের যন্ত্রণাকে সঙ্গী করেই লন্ডনে গেলেন। জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে মিশন WTC ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়বেন বিরাট কোহলি। ২০১৩ সালের পর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। ক্যাপ্টেন হিসেবে পারেননি, এ বার ব্যাটার বিরাট কোহলির নজরে আইসিসি ট্রফি।

বিসিসিআই চাইছে তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়ে লাল বলে প্রস্তুতি সেরে ফেলুক বিরাটরা। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও চলেছে। প্রস্তুতি ম্যাচ খেলানোর কথা চলছে। ২৮ মে আইপিএল ফাইনালের পর বাকি সদস্যরাও লন্ডনে রওনা দেবেন।