Virat Kohli vs Babar Azam: বিরাট নন, সামান্য হলেও বাবর এগিয়ে, কে বললেন এমন কথা?

কে বড় ক্রিকেটার, বিরাট কোহলি নাকি বাবর আজম (Virat Kohli vs Babar Azam)? আন্তর্জাতিক ক্রিকেটে ভারত, পাকিস্তানের দুই ক্রিকেটার অত্যন্ত সফল। কেরিয়ার জুড়ে একের পর এক মাইলস্টোন ভেঙে চলেছেন দু'জনেই। এক সময় ভারতের সচিন তেন্ডুলকর আর ইনজামাম উল হককে নিয়ে চলত আলোচনা। যা এখন বিরাট-বাবরে বদলে গিয়েছে। ঘটনা হল, এশিয়া কাপে বিরাট ও বাবর দু'জনেই শিকার দুনিথ ওয়াল্লালাগের। বিরাট না বাবর, কে এগিয়ে?

Virat Kohli vs Babar Azam: বিরাট নন, সামান্য হলেও বাবর এগিয়ে, কে বললেন এমন কথা?
Virat Kohli vs Babar Azam: বিরাট নন, সামান্য হলেও বাবর এগিয়ে, কে বললেন এমন কথা?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 8:15 AM

কলম্বো: ঠিক যেমনটা ফুটবলে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি (Cristiano Ronaldo vs Lionel Messi), কে বড় ফুটবলার? এই তত্ত্বে চর্চা, আলোচনা, বিতর্ক, বাগযুদ্ধ— সবই রয়েছে। ক্রিকেটেও তা কম নেই। আগের প্রজন্মে চর্চা চলত, সচিন তেন্ডুলকর নাকি ব্রায়ান লারা (Sachin Tendulkar vs Brian Lara), কে বড় ক্রিকেটার? তর্ক এই প্রজন্মেও তা থামেনি। শুধু চরিত্র বদলে গিয়েছে। কে বড় ক্রিকেটার, বিরাট কোহলি নাকি বাবর আজম (Virat Kohli vs Babar Azam)? আন্তর্জাতিক ক্রিকেটে ভারত, পাকিস্তানের দুই ক্রিকেটার অত্যন্ত সফল। কেরিয়ার জুড়ে একের পর এক মাইলস্টোন ভেঙে চলেছেন দু’জনেই। এক সময় ভারতের সচিন তেন্ডুলকর আর ইনজামাম উল হককে নিয়ে চলত আলোচনা। যা এখন বিরাট-বাবরে বদলে গিয়েছে। ঘটনা হল, এশিয়া কাপে বিরাট ও বাবর দু’জনেই শিকার দুনিথ ওয়াল্লালাগের। বিরাট না বাবর, কে এগিয়ে? ম্যাথু হেডেন কাকে বেছে নিলেন? TV9Bangla Sports এ বিস্তারিত।

এশিয়া কাপে বিরাট দারুণ ছন্দে। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। ১৩ হাজার ওয়ান ডে রান করে ফেলেছেন। ৪৭তম ওয়ান ডে সেঞ্চুরি করে সচিনের আরও কাছে চলে এসেছেন। এ দিকে আবার বাবরও পিছিয়ে নেই। নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। কঠিন সময়ে ব্য়াট হাতে টেনেছেন টিমকে। ২০১৫ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। সব ধরনের ক্রিকেটে সফল। ব্যাটিং গড়ের দিক থেকে বাবরের থেকে বিরাট অনেক এগিয়ে। বাবরের থেকে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। তবে ভারত হোক আর পাকিস্তান, দু’জনেই ম্যাচ উইনার।

বাবরকে খুব কাছ থেকে দেখেছেন ম্যাথু হেডেন। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, ‘বাবর আজম চ্যাম্পিয়ন ক্রিকেটার। বারবার ফিরে আসে। এটাই চ্যাম্পিয়নদের লক্ষণ। তথ্যের নিরিখে যদি বিচার করা হয়, বিরাটের থেকে সামান্য হলেও এগিয়ে থাকবে বাবর। শুধু টিমের ক্যাপ্টেন বলে নয়, প্রতিভার নিরিখেও ও টিমের ভরকেন্দ্র। এই কারণেও ওকে এগিয়ে রাখতে হবে।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হেডেন যা বলছেন, তা শুধু ভারত কেন, বিশ্ব ক্রিকেটের অনেকে মেনে নেবেন কিনা, সন্দেহ আছে। বাবর ভালো ব্যাটার, সফল প্লেয়ার, দারুণ ক্যাপ্টেন। কিন্তু বিরাটকে ছাপিয়ে যেতে হলে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।