Wanindu Hasaranga : টানা তিন ম্যাচে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড গড়লেন লঙ্কা স্পিনার

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন। সেই সঙ্গে হাসারাঙ্গা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন।

Wanindu Hasaranga : টানা তিন ম্যাচে ৫ উইকেট, বিশ্ব রেকর্ড গড়লেন লঙ্কা স্পিনার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 6:45 AM

হারারে: শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফায়ারে ধ্বংসলীলা চালাচ্ছেন। টানা তৃতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। সেই সঙ্গে বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। রবিবার ছিল শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড ম্যাচ। এই ম্যাচেও পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন হাসারাঙ্গা। এর আগে ওমানের বিপক্ষে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২৪ রানে ৫ উইকেট নেন। রবিবার আয়ারল্যান্ডের (Sri Lanka vs Ireland) বিরুদ্ধে হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন। সেই সঙ্গে হাসারাঙ্গা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। ওডিআই ক্রিকেটে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বিশ্বের প্রথম স্পিনার হাসারাঙ্গা। তাঁর আগে এই কীর্তি গড়েন পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াকার ইউনিস। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি ওডিআইতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ওয়াকারের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কা ম্যাচটি ১৩৩ রানে জিতে নিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। হাসারাঙ্গারা এর পূর্ণ সদ্ব্যবহার করেন। দিমুথ করুনারত্নের ব্যাটিংয়ে ৩২৫ রানের বড় স্কোর গড়ে শ্রীলঙ্কা। ১০৩ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন করুণারত্নে। এই ইনিংসে তিনি ৮টি চার হাঁকিয়েছেন।।

করুণারত্নে ছাড়াও সাদিরা সামারাবিক্রমা ৮৬ বলে ৮২ রান করেন। ধনঞ্জয় ডি’সিলভা ৩৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। চরিথ আসলাঙ্কা ৩০ বলে ৩৮৯ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে বোলিংয়ে মার্ক আদির নেন ৪টি বড় উইকেট। এছাড়া ব্যারি ম্যাকার্থি তিনটি ও গ্রেথ ডেনলি নেন দুটি করে উইকেট। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এর ফলে ৩১ ওভারে আইরিশরা ১৯২ রানে গুটিয়ে যায়। এই হারে আইরিশদের সুপার সিক্সে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। এ গ্রুপ থেকে সুপার সিক্সে পা রেখেছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান।