Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ire vs Ind : ‘যে কোনও দলকে হারাতে পারি’, বুমরাদের চ্যালেঞ্জ আইরিশ স্পিনারের

জসপ্রীত বুমরার নেতৃত্বে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। ১৮ অগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজ।

Ire vs Ind : 'যে কোনও দলকে হারাতে পারি', বুমরাদের চ্যালেঞ্জ আইরিশ স্পিনারের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 10:19 AM

ডাবলিন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে টি ২০ সিরিজ হেরেছে ভারত (Ire vs WI)। শুরু হচ্ছে আরও একটি টি ২০ সিরিজ। এ বার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ১৮ অগস্ট থেকে আয়ারল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। সদ্য ক্যারিবিয়ান সফরে হার হজম করা ভারত আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতে ফিরতে চায়। এই সফরে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। হেড কোচ রাহুল দ্রাবিড়ও নেই। দলে তরুণদের সুযোগ দেওয়াটাই প্রায়োরিটি মেন ইন ব্লু। উল্টোদিকে ভারতের বিরুদ্ধে শক্তিশালী, প্রথম সারির দল নামাবে আইরিশরা। সিরিজ শুরুর আগে বুমরাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আয়ারল্যান্ডের স্পিনার বেন হোয়াইট (Ben White)। তিনি বলেছেন, “আমাদের দিনে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি।” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

পল স্টার্লিংয়ের দলের এই স্পিনার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “কখন যে কী হয় তা কেউ বলতে পারে না। এই সত্যিটা মেনে নিতেই হবে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলাটাই বড় ব্যাপার। ওরা হল বিশ্বের সেরা ক্রিকেট টিম। তবে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারানোর মতো ক্ষমতা রাখি।” তবে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের প্রশংসা শোনা গিয়েছে বেনের মুখে। ভারতীয় দলের কোন ব্যাটারের উইকেট নেওয়ার স্বপ্ন দেখেন? আইরিশ স্পিনার ভারতের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সঞ্জু স্যামসনকেও রেখেছেন। এখনও পর্যন্ত ১৮টি টি ২০তে ২০টি উইকেট নিয়েছেন বেন হোয়াইট।

সঞ্জু স্যামসন প্রসঙ্গে তিনি বলেছেন, “গতবছর থেকে ওকে দেখছি। খুব ভালো খেলছে। সত্যি কথা বলতে কী, ভারতীয় স্কোয়াডে এমন বেশ কিছু প্রতিভা রয়েছে যাঁদের উইকেট নিতে পারলে আমি খুশিই হব। ওরা স্পিনের বিরুদ্ধে খুব ভালো খেলে। তবে আমি রক্ষণাত্মক খেলব না। উইকেট নেওয়ার চেষ্টা করব।” ১৮ অগস্ট ডাবলিনের দ্য ভিলেজে আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি ২০ ম্যাচ।