Ajinkya Rahane: রিপোর্টার রূপে রোহিত, অধিনায়কের বাউন্সারে ছক্কা হাঁকালেন রাহানে
IND vs WI, Watch Video: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে অন্য অবতারে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হঠাৎ করেই হিটম্যান হয়ে গেলেন রিপোর্টার। তারপর রোহিত সাক্ষাৎকার নিলেন তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)।
ডমিনিকা: ক্যারিবিয়ান সিরিজ (India Tour of West Indies) শুরুর আগে অন্য অবতারে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হঠাৎ করেই হিটম্যান হয়ে গেলেন রিপোর্টার। এখানেই শেষ নয়। রিপোর্টারের ভূমিকায় রোহিত সাক্ষাৎকার নিলেন তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)। যদিও বৃষ্টির কারণে সেই সাক্ষাৎকার পুরোপুরি শেষ হয়নি। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে সেই সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। রোহিত ও রাহানে একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দু’জনই একাধিক ম্যাচ একসঙ্গে খেলেছেন। এ বার ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরুর আগে মজার ছলে অধিনায়ক তাই ইন্টারভিউ নিলেন জিঙ্কসের। রোহিতের বাউন্সার কীভাবে সামলেছেন অজিঙ্ক রাহানে, জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে রাহানেকে অতীতের ক্যারিবিয়ান সফর নিয়ে প্রশ্ন করেন রোহিত। হিটম্যান বলেন, ‘তুমি এর আগে ওয়েস্ট ইন্ডিজে অনেক বার খেলেছো। এই উইকেটে খেলার জন্য তরুণদের উদ্দেশে কী উপদেশ থাকবে তোমার?’ এই প্রশ্নের উত্তরে রাহানে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার জন্য তরুণদের উদ্দেশে আমার প্রথম বার্তা হবে যে, ব্যাটার হিসেবে এখানে খেলতে হলে ধৈর্য ধরে রাখতে হবে।’
রাহানের জন্য রোহিতের দ্বিতীয় প্রশ্ন, ‘এখানকার আবহাওয়া, পরিবেশ একটা অন্য রকম আনন্দ, ফূর্তি দেয়। ফলে ক্রিকেটে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। এই জিনিসটা কী ভাবে সামালাতে হবে? আমি মনে করি, খেলার বাইরে যা কিছু রয়েছে সেগুলো দিনের খেলা শেষ হওয়ার পর, মানে বিকেল পাঁচটার পর করা উচিত।’ এই বিষয়ে রাহানে বলেন, ‘প্রতিটা দেশের একটা নিজস্বতা রয়েছে। সকলকে সেটার মতো করে নিজেকে মানিয়ে নিতে হয়। আমার মতে, খেলার সময় অন্য দিকে নজর দেওয়া একেবারেই উচিত নয়।’ এই দুটি প্রশ্নের পরই বৃষ্টি শুরু হয়ে যায়। এর পর রোহিত-রাহানে ও মাঠে থাকা বাকিরা দৌড়ে শেডের নীচে চলে যান।
?? ??? ????!
When #TeamIndia Captain @ImRo45 turned reporter in Vice-Captain @ajinkyarahane88‘s press conference ?
What do you make of the questions ? #WIvIND pic.twitter.com/VCEbrLfxrq
— BCCI (@BCCI) July 11, 2023
রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকেই সমালোচনার ঝড় বইছে। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে রোহিতের অধীনে আরও একটা সফরের সামনে ভারত। হিটম্যানের ক্যাপ্টেন্সি নিয়ে রাহানে বলেন, ‘রোহিতের নেতৃত্বে খেলা উপভোগ করি। ফাইনালটাই রোহিতের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমার প্রথম ম্যাচ ছিল। রোহিত সব ক্রিকেটারকেই স্বাধীনতা দেয়। প্রতিটা ক্যাপ্টেনের এটা ভালো দিক। শুধু তাই নয়, প্রত্যেক ক্রিকেটারের পাশে থাকে। আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো।’