WPL 2024: বেছে নিয়েছিলেন শেন ওয়ার্নের কোচ! RCB-এর নতুন তারকাকে চেনেন?
Asha Sobhana, Royal Challengers Bangalore: আর পিছন ফিরে তাকাতে হয়নি আশাকে। ১৯ বছরে কেরলের হয়ে সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার টুর্নামেন্টে খেলেন। ২০১১-১২ মরসুমে পাঁচ ম্যাচে ১০ উইকেট এবং দুটি হাফসেঞ্চুরি করেন। ক্রমশ সর্বভারতীয় স্তরে নিজেকে মেলে ধরেন। ভারত এ দলের হয়েও খেলার সুযোগ পান। যদিও জাতীয় সিনিয়র দলে এখনও খেলার সুযোগ হয়নি।
উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে প্রথম দু-দিনই রুদ্ধশ্বাস ম্যাচ। ফয়সালা হয়েছে শেষ বলে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। শেষ বলে পাঁচ রান প্রয়োজন ছিল। সঞ্জীবন সজানা কেরিয়ারের প্রথম WPL ম্যাচ, প্রথম ডেলিভারি, প্রথম শটেই ছয় মেরে তাক লাগিয়ে দেন। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করে আরসিবি। এই পরিস্থিতি হয়তো তৈরিই হত না। নবম ও ১৭তম ওভারে আশা শোভানার অনবদ্য বোলিং আরসিবিকে ভরসা দিয়েছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রিচা ঘোষ এবং সাব্বিনেনি মেঘনার অনবদ্য ব্যাটিংয়েও বোর্ডে মাত্র ১৫৭ রান তুলতে পেরেছিল আরসিবি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই রানের পুঁজি খুবই কম। রান তাড়া করা দলই অ্যাডভান্টেজে থাকে। তবে নবম ওভারে লেগ স্পিনার আশা শোভানা জোড়া উইকেট নিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান। কিন্তু গ্রেস হ্য়ারিস এবং শ্বেতা শেরাওয়াতের অনবদ্য ব্যাটিং ফের চাপ তৈরি করে আরসিবি শিবিরে। ওয়ারিয়র্সের জয় যেন সময়ের অপেক্ষা। ১৭ তম ওভারে তিন উইকেট নিয়ে আবারও আরসিবি গ্যালারিতে উচ্ছ্বাস ফেরান আশা শোভানা।
কোটার ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান আশা। তাঁর উত্থানে ভূমিকা রয়েছে প্রয়াত শেন ওয়ার্নের কোচ টেরি জেনারের। ১৪ বছরেই কেরল সিনিয়র টিমের হয়ে খেলেন আশা। পরের বছর ম্যাক স্পিন ফাউন্ডেশনে আশার বোলিং দেখে মুগ্ধ টেরি জেনার। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে আশাকে উদাহরণ হিসেবে দেখিয়ে বাকিদেরও বলেন আশার মতো বোলিং করতে।
আর পিছন ফিরে তাকাতে হয়নি আশাকে। ১৯ বছরে কেরলের হয়ে সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার টুর্নামেন্টে খেলেন। ২০১১-১২ মরসুমে পাঁচ ম্যাচে ১০ উইকেট এবং দুটি হাফসেঞ্চুরি করেন। ক্রমশ সর্বভারতীয় স্তরে নিজেকে মেলে ধরেন। ভারত এ দলের হয়েও খেলার সুযোগ পান। যদিও জাতীয় সিনিয়র দলে এখনও খেলার সুযোগ হয়নি। তবে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের মতো ধারাবাহিক ভালো পারফর্ম করতে পারলে, সেই স্বপ্নও পূরণ হতে পারে।