Hardik Pandya: গম্ভীরের চোখরাঙানি! হার্দিককে এ বার টেনে কোথায় আনতে চান ভারতের নতুন কোচ?
Indian New Head Coach: ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর মনে করেন, চোট-আঘাত যে কোনও ক্রীড়াবিদের জীবনের অংশ। গম্ভীরও তা মনে করেন। তাঁর কথায়, 'ক্রীড়াবিদের জীবনের একটা অংশ চোট-আঘাত। যদি কেউ তিনটে ফর্ম্যাটেই খেলে এবং কারও চোট লাগে, তা হলে চোট সারাতে যাওয়া উচিত। কিন্তু আমার মতে অবশ্যই সবার তিন ফর্ম্যাটে খেলা উচিত।'
কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় টিমের দায়িত্ব নিতেই যে বেশ কিছু জিনিস বদলে যাবে, এমনটা জানাই ছিল। সেটাই হতে চলেছে। সদ্য স্টার স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নতুন হেড কোচ গৌতম। সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন, যে ক্রিকেটার ১০০ শতাংশ ফিট থাকবেন, তাঁকে তিন ফর্ম্যাটেই ক্রিকেট খেলতে হবে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, এ বার গুরু গম্ভীর চাইছেন হার্দিক পন্ডিয়াকে (Hardik Pandya) টেস্টে ফেরাতে।
গম্ভীরের ওই কথা শুনে ক্রিকেট মহল বলছে, হার্দিক পান্ডিয়া আর সাদা বলে আটকে রাখতে পারবেন না নিজেকে। হার্দিক টেস্ট খেলেন না অনেকদিন। কিন্তু যা পরিস্থিতি গম্ভীরের দলে হার্দিক নিজের ইচ্ছে মতো চলতে পারবেন না। টেস্ট ফর্ম্যাটেও খুব শিগগিরি হয়তো তাঁকে দেখা যাবে। গম্ভীর জানিয়েছেন, তিন ফর্ম্যাটেই চান সব প্লেয়ারকে।
আসলে গৌতম গম্ভীর চান না কোনও ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটার বা শুধু সাদা বলের ক্রিকেটার বলে তকমা দেওয়া হোক। তাই তিনি বলেছেন, ‘আমার একটা বিষয় মনে হয় যে, যদি কোনও ক্রিকেটার সম্পূর্ণ ফিট থাকে, তা হলে তাঁর তিন ফর্ম্যাটের ক্রিকেটে খেলা উচিত। ইনজুরি ম্যানেজমেন্টে আমি খুব একটা বিশ্বাসী নই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা যে কোনও ক্রিকেটারকে প্রশ্ন করা হলে, তাঁরা বলবেন তিন ফর্ম্যাটের ক্রিকেটে তাঁরা খেলতে চান। কেউ চায় না তাঁকে লালব বলের বোলার বা সাদা বলের বোলার বলে চিহ্নিত করা হোক।’
চোট-আঘাত যে কোনও ক্রীড়াবিদের জীবনের অংশ। গম্ভীরও তা মনে করেন। তাঁর কথায়, ‘ক্রীড়াবিদের জীবনের একটা অংশ চোট-আঘাত। যদি কেউ তিনটে ফর্ম্যাটেই খেলে এবং কারও চোট লাগে, তা হলে চোট সারাতে যাওয়া উচিত। কিন্তু আমার মতে অবশ্যই সবার তিন ফর্ম্যাটে খেলা উচিত। আমি এমন ক্রিকেটার বেছে নেব না, যাঁকে টেস্টের জন্য রাখব। তাঁর চোট, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব। পেশাদার ক্রিকেটারদের খেলার সময় সীমিত হয়। আমি মনে করি, দেশের হয়ে খেলার সুযোগ পেলে যত বেশি সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করা দরকার। যদি ফর্ম ভালো থাকে, তা হলে তিন ফর্ম্যাটে অবশ্যই খেলা উচিত।’
গৌতম গম্ভীরের এই সকল কথা থেকেই পরিষ্কার, তিনি চাইছেন ফর্মে থাকা ক্রিকেটার সব ফর্ম্যাটেই খেলুক। কোনও ক্রিকেটারকে একটি বিশেষ ফর্ম্যাটের জন্য আলাদা সুবিধা দেওয়া হবে না গম্ভীর জমানায়।