T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে আজ অঙ্ক পরীক্ষা

Adelaide: আরও একটা ম্যাচ দেখা যেতে পারে বাংলাদেশ-পাকিস্তানের। এই দুই দলের মধ্যে যেই জিতুক, বাকি দুই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে আজ অঙ্ক পরীক্ষা
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 12:57 AM

অ্যাডিলেড : আর মাত্র কয়েক ঘণ্টা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভের গ্রুপ ২ এর অঙ্ক পরীক্ষা শুরু। আজ মোট তিনটি ম্যাচ রয়েছে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ অ্যাডিলেডে। অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। নেদারল্যান্ডস কোনও সম্ভাবনা নেই সেমিফাইনালের। এটাই বড় সম্ভাবনা তাদের কাছে। নেদারল্যান্ডস যেতে পারলেও একটা অঘটনে পথ কঠিন হতে পারে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের কাছে আপাতত সহজ হিসেব, নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া। এ খানে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান (Pakistan)। কোন অঙ্কে দাঁড়িয়ে অ্যাডিলেডের ম্যাচ দুটি, তুলে ধরল TV9Bangla

প্রথম ম্যাচের প্রসঙ্গে আসা যাক। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে তারা হেরেছে পাকিস্তানের কাছে। ডেভিড মিলারের না খেলতে পারা এবং বৃষ্টিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি কার্যকর হওয়ায়, রান তাড়ায় বাড়তি চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে জিতলে সে দিনই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত দক্ষিণ আফ্রিকার। আর কোনও অঙ্কের সামনেই দাঁড়াতে হত না তাদের। নেদারল্যান্ডস কাগজে কলমে দুর্বল হলেও মরণ কামড় দিয়ে এ বারের বিশ্বকাপেনিজেদের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইলে পরিস্থিতি বদলে যেতে পারে। দক্ষিণ আফ্রিকা হারলে বিদায় নিশ্চিত। যদি না, দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় এবং নেট রান রেটে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে না যায়। রাস্তা সহজ করতে, নেদারল্যান্ডসকে হারানোই সেরা বিকল্প প্রোটিয়াদের কাছে।

অ্যাডিলেডে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। এ বারের বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। আরও একটা ম্যাচ দেখা যেতে পারে বাংলাদেশ-পাকিস্তানের। এই দুই দলের মধ্যে যেই জিতুক, বাকি দুই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাকিস্তান জিতলে এবং বাকি দুই ম্যাচে অঘটন হলে, তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকবে। পাকিস্তান জিতলে অন্তত মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে ম্যাচের ফল না হওয়া অবধি লাইফলাইন। বাংলাদেশ জিতলেও সেমির সম্ভাবনা নেই বললেই চলে। প্রোটিয়াদের হারিয়ে আত্মবিশ্বাসে বেশ কিছুটা এগিয়ে থেকেই নামবে পাকিস্তান। বাংলাদেশও নিজেদের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে অনবদ্য লড়াই করেছে। বৃষ্টির পরই খেই হারায় তারা। শেষ অবধি মাত্র ৫ রানে হার। পাকিস্তানকে হারিয়ে ক্ষীণ সম্ভাবনা হলেও জিইয়ে রাখাতেই নজর থাকবে বাংলাদেশের। পাকিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট ৪ করে। নেট রান রেটে অনেকটাই এগিয়ে পাকিস্তান।

নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, সকাল ৫.৩০

বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯.৩০