Sourav Ganguly: বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন আইপিএল! রোহিতের পাশে দাঁড়িয়ে এ কী বললেন সৌরভ?

রোহিত শর্মাকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়ার পিছনে যুক্তি দিচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটা করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন যা ক্রিকেট অনুরাগীদের কাছে অপ্রত্যাশিত।

Sourav Ganguly: বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন আইপিএল! রোহিতের পাশে দাঁড়িয়ে এ কী বললেন সৌরভ?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 12:15 PM

কলকাতা: বিশ্বকাপ জয়ের চেয়েও নাকি কঠিন আইপিএল ট্রফি জেতা! কথাগুলো বলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখ থুবড়ে পড়েছে ভারত। ২০৯ রানের বড় ব্যবধানে হারের পর রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি আইপিএলকে (IPL) বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগও উঠছে। আইপিএলের কারণে WTC ফাইনালের (WTC Final 2023) আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। ফাইনাল হারের পর প্রস্তুতি নিয়ে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ও অসন্তোষ প্রকাশ করেছিলেন। ঠিক এমন সময়ে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি। ক্রিকেট অনুরাগীরা বিশ্বাসই করতে পারছেন না যে সৌরভের মতো ক্রিকেট ব্যক্তিত্ব বিশ্বকাপের থেকে আইপিএল জেতা বেশি কঠিন মনে করছেন। কিন্তু কেন? TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির বিকল্প বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তিন ফরম্যাটেই ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন হিটম্যান। সেই রোহিতের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখ থুবড়ে পড়েছে ভারত। লাল বলের ফরম্যাটে রোহিতের ক্যাপ্টেন্সির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ক্যাপ্টেন্সি নিয়ে কাঠগড়ায় ওঠা রোহিত পাশে পেলেন পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কী দেখে বিরাটের পর টেস্ট ক্যাপ্টেন হিসেবে রোহিতকে বেছে নেওয়া হল? তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এর উত্তর দিয়েছেন। সৌরভ জানিয়েছেন, আইপিএলে সর্বাধিক পাঁচটি ট্রফি জয়ের সুবাদে রোহিতের কাঁধেই ক্যাপ্টেন্সির ভার তুলে দেওয়া হয়। টেস্ট ক্যাপ্টেন হিসেবে রোহিতকে বেছে নেওয়ার পিছনে যুক্তি দিচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটা করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন যা ক্রিকেট অনুরাগীদের কাছে অপ্রত্যাশিত। তাঁর মতে, বিশ্বকাপের থেকে আইপিএল জেতা বেশি কঠিন। কোন যুক্তিতে এমন কথা বললেন সৌরভ?

সৌরভ বলেছেন, “রোহিত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরম্যান্স ছিল। তাই ও ছিল সেরা বিকল্প। আমার রোহিতের উপর পূর্ণ আস্থা রয়েছে। আইপিএল জেতা মোটেও সহজ কাজ নয়। ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক এক টুর্নামেন্ট। বিশ্বকাপ জেতার চেয়ে আইপিএল জয় বেশি কঠিন। কারণ আইপিএলে ১৪টি ম্যাচ খেললে তবেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। বিশ্বকাপে ৪ থেকে ৫টি ম্যাচ খেললেই সেমিফাইনালে ওঠা যায়। সেখানে আইপিএল চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টি ম্যাচ খেলতে হয়!”