Imran Khan: বন্ধুত্বের বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জন্য অনেক দিন থেকই বন্ধ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট। ভারত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে দিয়েছে, পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না হলে দুই দেশের ক্রিকেট ম্যাচ কোনও ভাবেই সম্ভব নয়।

Imran Khan: বন্ধুত্বের বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
খোস মেজাজে পাক প্রধানমন্ত্রী। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 7:41 PM

ইসলামাবাদ: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে পাকিস্তান (Pakistan) ম্যাচ জেতার পর বন্ধুত্বের বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) গলায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সম্মেলনা ইমরান বলেন,”চিনের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। ভারতের সঙ্গে একটা বিষয়েই সমস্যা আছে, সেটা কাশ্মীর। সমস্যা আমরা মিটিয়ে নেব। ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নতি করতে চাই আমরা। আমি জানি, এই কথা বলার জন্য এই সময়টা ভালো নয়। কারণ ক্রিকেট মাঠে ভারতকে হারিয়েছি আমরা।”

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জন্য অনেক দিন থেকই বন্ধ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট। ভারত স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে দিয়েছে, পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না হলে দুই দেশের ক্রিকেট ম্যাচ কোনও ভাবেই সম্ভব নয়। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

সেই ধারা বজায় আছে এখনও। ইমরান মুখে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন। কিন্তু সীমান্তে পাক অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। সীমান্তের ওপর থেকে মাঝে মধ্যেই উড়ে আসছে গুলিগোলা। সেই বিষয়ে কোনও মন্তব্য করছেন না পাক প্রধানমন্ত্রী। দুই দেশের ক্রিকেট গোটা বিশ্বের কাছে একটা উন্মদনার বিষয়। দুই দেশের মানুষও চান ভারত-পাক ক্রিকেট ম্যাচ দেখতে, কিন্তু সেটা কোনও ভাবেই ভারতের ওপর গোলা-গুলির বিনিময়ে নয়।

বিশ্বকাপের মঞ্চে এ বারই প্রথম ভারতকে হারিয়েছে পাকিস্তান। ১৯৯২ সালে ইমরানের অধিনায়কত্বে ভারতের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপের ম্যাচ খেলেছিল পাকিস্তান। তারপর থেকে দুই দেশের ক্রিকেট অনেকটা বদলে গেলেও পাকিস্তানের ভাগ্য বদল হয়নি। ইমরান যেটা পারেননি, সেটা করে দেখালেন বাবর আজম। পাক ক্রিকেটের কলঙ্কমোচন বলা যেতে পারে এই ম্যাচ জয়। তাই পাকিস্তানে উৎসবের মেজাজ।

আরও পড়ুন: Pakistan vs New Zealand Live Score, T20 World Cup 2021: শারজায় পাকিস্তান-নিউজিল্যান্ডের মহারণ