Pakistan Cricket: পাক ক্রিকেটে চরম ডামাডোল, পদত্যাগ করলেন চেয়ারম্যান আশরফ

Zaka Ashraf: আশরফ কিন্তু পাক ক্রিকেট নিয়ে একেবারেই খুশি নন। পদত্যাগী চেয়ারম্যান জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্যই কাজ করছিলাম। কিন্তু সেটা সম্ভব নয়। এ বার পুরোটাই প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে, কাকে তিনি দায়িত্ব দিতে চান।

Pakistan Cricket: পাক ক্রিকেটে চরম ডামাডোল, পদত্যাগ করলেন চেয়ারম্যান আশরফ
Pakistan Cricket: পাক ক্রিকেটে চরম ডামাডোল, পদত্যাগ করলেন চেয়ারম্যান আশরফImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 1:22 PM

কলকাতা: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) চরম ডামাডোল। মিকি আর্থার সহ অ্যাকাডেমি থেকে একে একে সরে গিয়েছেন কোচেরা। সিনিয়র কোচ করা হয়েছিল যাঁকে, সেই মহম্মদ হাফিজকেও সরিয়ে দেওয়া হবে, সেই বার্তা নাকি দেওয়া হয়ে গিয়েছে। তারই মধ্যে আবার নতুন খবর। টিমের ব্যর্থতার দায় নিয়ে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন জ়াকা আশরফ (Zaka Ashraf)। এই মুহূর্তে পাকিস্তান টিম গিয়েছে নিউজিল্যান্ড সফরে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৪ ম্যাচেই হেরেছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। এমন ভরাডুবির কারণে সমালোচনা চলছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্ব, মান্ধাতা আমলের মনোভাব, ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতা নিয়ে প্রবল সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার পর আশরফকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। এ বার বাধ্যই হলেন তিনি।

শুক্রবার লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেছেন জ়াকা আশরফ। প্রধানমন্ত্রী আনোয়ার-উল হক কাকার-এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সব রকমের সাহায্য পাওয়ার জন্য। গত বছর জুন মাসে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। ফেব্রুয়ারিতে চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কয়েক সপ্তাহ আগেই পদ থেকে সরে দাঁড়ালেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু আশরফের এই সরে যাওয়াকে স্বাগতই জানাচ্ছে। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘বৈঠকে আশরফ তাঁর পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। তা গৃহীত হয়েছে।’

আশরফ কিন্তু পাক ক্রিকেট নিয়ে একেবারেই খুশি নন। পদত্যাগী চেয়ারম্যান জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্যই কাজ করছিলাম। কিন্তু সেটা সম্ভব নয়। এ বার পুরোটাই প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে, কাকে তিনি দায়িত্ব দিতে চান।