Copa America Final: টিকিট ছাড়া দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা, কোপা আমেরিকার ফাইনালে চরম বিশৃঙ্খলা

কোপা আমেরিকার ফাইনাল শুরু হওয়ার আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে তরতর করে বেড়েই চলেছিল দর্শকসংখ্যা। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলাও তৈরি হয়।

Copa America Final: টিকিট ছাড়া দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা, কোপা আমেরিকার ফাইনালে চরম বিশৃঙ্খলা
Copa America Final: টিকিট ছাড়া দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা, কোপা আমেরিকার ফাইনালে চরম বিশৃঙ্খলাImage Credit source: AFP
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 8:34 AM

কলকাতা: কোপা আমেরিকার ফাইনাল (Copa America Final) ঘিরে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। ভারতীয় সময় অনুসারে সোমবার ভোর ৫.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে তরতর করে বেড়েই চলেছিল দর্শকসংখ্যা। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশরা। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুযায়ী, টিকিট না থাকা দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে চাইলেই বাধে বিপত্তি। নির্ধারিত সময়ে ম্যাচও শুরু করা হয়নি। প্রায় ৮০ মিনিট দেরিতে ফাইনালের বল মাঠে গড়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একাধিক ফ্যান টিকিট ছাড়াই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন। পুলিশরা তাঁদের আটকাতে একেবারে নাজেহাল হয়ে পড়েন। স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ায় কোপা আমেরিকার সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়ে দেওয়া হয়, দেরিতে শুরু হবে ম্যাচ।

ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, একাধিক কলম্বিয়ার দর্শকদের কাছে মাঠে ঢোকার টিকিট ছিল না। সেই টিকিট না থাকা দর্শকরা স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। দর্শকদের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে। এমন পরিস্থিতিতে অনেক দর্শকের শরীর খারাপ হয়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে।

কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের ফাইনালের দিন এমন বিশৃঙ্খল পরিস্থিতি একেবারেই কাম্য নয়। এ বারের কোপা আমেরিকা চলাকালীন নানা অব্যবস্থার খবর সামনে এসেছে। কিন্তু ফাইনালে যা হল, তা নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে।