কলকাতায় এএফসির প্রস্তুতি চাইছে এটিকে মোহনবাগান
এখনই এএফসি কাপের (AFC Cup) দলগঠন নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন বাদে এএফসি কাপের দল নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
কলকাতা: কোনও কোনও ম্যাচে কোনও কোনও মুহূর্ত কখনও ভোলা যায় না। আক্ষেপ করা ছাড়া তখন আর কোনও রাস্তাই থাকে না। ফাইনাল হারের যন্ত্রণা এখনও ভুলতে পারছে না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শনিবারের রাত ভুলতে চাইছেন প্রীতম, সন্দেশরা। দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুনের একটি গোল বাতিল হয়। আর রেফারির সেই সিদ্ধান্তকে এখনও মানতে পারছে না এটিকে মোহনবাগান শিবির।
রবিবারই বাড়ি ফিরে আসেন সহকারী কোচ সঞ্জয় সেন এবং অন্যান্য ফুটবলাররা। জাতীয় দলের হয়ে খেলতে সোমবার দুবাই উড়ে যাবেন প্রীতম কোটাল, সন্দেশরা। মুম্বই হয়ে দেশে ফেরার বিমান ধরেছেন ডেভিড উইলিয়ামসও। সোমবারই দেশে ফিরে যাবেন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস এবং দলের অন্যান্য বিদেশি ফুটবলাররা। ম্যাচ হারের পর ড্রেসিংরুমে গোল বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রয় কৃষ্ণারা। গোল বাতিল প্রসঙ্গে এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেন বলেন, ‘ফাইনালের মতো ম্যাচ। দ্বিতীয়ার্ধে খেলার ফল ওখানে ২-১ হয়ে গেলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। রেফারি গোল দেওয়ার পরেও লাইন্সম্যান তা বাতিল করেছে। পরে আমরা টিভিতে দেখেছি, ওটা ন্যায্য গোল। লাইন্সম্যান কেন তা বাতিল করল বুঝতে পারলাম না।’ ফাইনাল হারলেও দলের খেলায় খুশি এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট। শনিবার রাতে অরিন্দমের ভুলেই দুটি গোল হজম করে এটিকে মোহনবাগান। সে প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, ‘ফুটবলে এটা হয়েই থাকে। এক একটা দিন খারাপ যায়। আলিসন বেকারও ভুল করেছে, অরিন্দমেরও ভুল হয়েছে। অনেক ম্যাচে আমাদের নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়েছে ও। অরিন্দমের জন্য আমরা ফাইনালে উঠেছি। গতকালের ম্যাচের পর অনেকেই হয়তো ওর বিপক্ষে কথা বলবে। ভুলে গেলে চলবে না অরিন্দম কিন্তু এ বারের আইএসএলে গোল্ডেন গ্লাভস পেয়েছে।’
আরও পড়ুন: ইতিহাস গড়ে অলিম্পিকে ভবানী দেবী
আইএসএল (ISL) পর্ব শেষের পর এবার এটিকে মোহনবাগানের নজরে এএফসি কাপ (AFC Cup)। তবে এখনই এএফসি কাপের দলগঠন নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন বাদে এএফসি কাপের দল নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে এটিকে মোহনবাগান। তবে মালদ্বীপের পরিবর্তে কলকাতায় এএফসি কাপের প্রস্তুতি শিবির করতে চায় সবুজ-মেরুন ব্রিগেড। ফুটবলের জন্য মালদ্বীপের চেয়ে কলকাতার আবহাওয়া অনেক ভালো। সেটার জন্যই এখানে প্রস্তুতি পর্ব সেরে মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে চাইছে এটিকে মোহনবাগান। তবে তার জন্য প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা। কোভিডের কারণে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলন করতে হবে গোটা দলকে। আগামী ২-৩ দিনের মধ্যেই এএফসি কাপের প্রস্তুতি পর্ব কোথায় সারবে তা ঠিক করে ফেলবে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: জামালের শেষ ম্যাচে জয় চায় মহমেডান