নয়া রেকর্ডের সামনে ম্যানুয়েল ন্যুয়ার
বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নিউয়ার সেপ মাইয়ারের ৯৫ টি ম্যাচে খেলার রেকর্ডকে ছুয়ে ফেলছেন। এবার লক্ষ্য নতুন রেকর্ড গড়ার।
TV9 বাংলা ডিজিটাল : নয়া রেকর্ডের সামনে ৪ বারের বিশ্বসেরা গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার (Manuel Neuer) । জার্মানির তারকা গোলকিপার মঙ্গলবার জাতীয় দলের হয়ে নিজের ৯৬তম ম্যাচ খেলতে চলেছেন। মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেই নয়া কীর্তি গড়বেন বায়ার্ন মিউনিখের তারকা গোলকিপার। জার্মানির হয়ে ৯৫ ম্যাচ খেলে এতদিন এই রেকর্ডের অধিকারী ছিলেন সেপ মাইয়ার।শনিবার ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমে সেপ মাইয়ারের ৯৫ টি ম্যাচে খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেন ন্য়ুয়ার।
Most int’l caps all-time by @DFB_Team_EN goalkeepers ??
9️⃣5️⃣ @Manuel_Neuer 9️⃣5️⃣ Sepp Maier
Congrats, Manu! ?? #MiaSanMia pic.twitter.com/wVESZYNzTt
— ?? FC Bayern US ?? (@FCBayernUS) November 15, 2020
জাতীয় দলের খেলা ৯৫টি ম্যাচের মধ্যে ৪১টাতে গোল হজম করেননি ম্যানুয়েল ন্য়ুয়ার। গত আগস্টে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। ২০১৩ সালেও জার্মানির চ্যাম্পিয়ন দলের হয়ে ইউরোপ সেরা হয়েছিলেন বিশ্বখ্যাত এই গোলকিপার।
২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ন্যুয়ারের। ২০১১ সালে নিজের শহরের ক্লাব শালকে থেকে বায়ার্নে যোগ দেন তিনি। পরের সময়টা ইতিহাস। জার্মানির বিখ্যাত ক্লাবটির হয়ে ৮বার বুন্দেশলিগা জিতেছেন। ২০১৩ থেকে ২০১৬-টানা ৪ বার বিশ্বের সেরা গোলকিপার নির্বাচিত হন। নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়েও এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই ৩৪ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই গোলকিপারের।